প্রায় দেড় মাস আগে সাত পাকে বাঁধা পড়েছেন নুসরত জাহান। এখন তাঁর পরিচিতি শুধুমাত্র অভিনেত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয় কার সপ্তদশ লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই সাত পাকে বাঁধা পড়ার পর হানিমুনে যাওয়া আর হয়ে ওঠেনি। দীর্ঘ দেড় মাস পর রাজনীতি এবং অভিনয় দুটিই দিক সামলে স্বামীর হাত ধরে গত সপ্তাহেই মরিশাস রওনা দিয়েছিলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। হানিমুনে গিয়ে সেখানকার বেশ কিছু দৃশ্যের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নুসরত।
কখনও সমুদ্রের নীল জলরাশির মধ্যে বোটে শুয়ে থাকা নুসরত আবার কখনো নিখিলের সঙ্গে রোমান্টিক মুহূর্তের ছবিও শেয়ার হয়েছে। কিন্তু হানিমুনে গিয়ে নুসরত আরও একটি ছবি শেয়ার করেছেন যা ইতিমধ্যে ইনস্টাগ্রামে সাড়া ফেলে দিয়েছে আর যেখানে দেখা গিয়েছে একটি বাচ্চা কোলে নুসরত বেশ হাসিখুশিই রয়েছেন শুধু তাই নয় সেই বাচ্চাকে কোলে নিয়ে নুসরত চুমু খেতেও দেখা গিয়েছে। যদিও বাচ্চাটি আসলে কার তা নিয়ে কিছু জানা যায়নি কিন্তু ছবিটি যে সকলের বেশ পছন্দ হয়েছে তা বোঝাই যাচ্ছে।