নিউজপলিটিক্সরাজ্য

বিধানসভায় কী দাবি জানাল বিজেপি, দেখুন!

Advertisement
Advertisement

রাজীব ঘোষ: পশ্চিমবঙ্গে বিজেপি যথেষ্ট শক্তিশালী হয়েছে।লোকসভা নির্বাচনে বিজেপির সাংসদ সংখ্যা ২ থেকে বেড়ে ১৮ হয়েছে।তারপর থেকে রাজ‍্য জুড়ে বিজেপিতে যোগদান করা শুরু হয়েছে।বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিশেষ করে রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক,কাউন্সিলর সহ অন্যান্য নেতা কর্মীরা দলে দলে বিজেপিতে যোগদান করেছেন।যদিও কিছু পুরসভার কাউন্সিলররা পরে ফের তৃণমূলে ফেরত আসেন।তবুও রাজ‍্যে বর্তমানে বিজেপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে।সম্প্রতি কলকাতার প্রাক্তন মেয়র ও তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

Advertisement
Advertisement

শুধু তাই নয় তৃণমূল কংগ্রেস ও অন‍্যান‍্য রাজনৈতিক দল ছেড়ে অনেক বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।ফলে বিধানসভায় শক্তি বৃদ্ধি হয়েছে গেরুয়া শিবিরের।বিজেপির বিধায়ক সংখ্যা বাড়ার জন্য বিধানসভায় বর্তমানে যে ধরনের ঘর বিজেপির জন্য বরাদ্দ রয়েছে, তার তুলনায় বড় ঘরের প্রয়োজন বলে জানানো হয়েছে।বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা বলেন, আগের তুলনায় বিজেপির বিধায়ক বেড়েছে।ফলে আগের ওই ঘর তুলনায় অনেকটা ছোট হচ্ছে।তাই বড় ঘর যাতে বিধানসভায় বিজেপির জন্য বরাদ্দ করা হয়, সেই বিষয়ে বিধানসভার স্পিকারের কাছে দলের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

Advertisement

তবে যে সব বিধায়করা বিজেপিতে যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে দলত‍্যাগ বিরোধী আইন প্রয়োগ করা হলে বিধায়ক পদ খারিজ হয়ে গেলে ফের ওই সব আসনে নির্বাচন করতে হবে।বর্তমানে রাজ‍্যে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা তাতে তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না বলেই মনে করা হচ্ছে।কারন এখুনি নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসের ফলাফল খারাপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।তাই তৃণমূল এখন ওই সিদ্ধান্ত না নিয়ে বিজেপিকে রাজ‍্য বিধানসভায় বড় ঘর বরাদ্দ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button