এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আম্বানির জিও ৷ ভারতের বাজারে নিজেদের আধিপত্য ক্রমশ বাড়িয়ে চলেছে মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও। TRAI এর রিপোর্ট অনু্যায়ী, আম্বানির জিও মোবাইল সাবস্ক্রাইবার এর দিক দিয়ে এখন দ্বিতীয় নম্বরে। জিও এত অফার দিয়েও টপকাতে পারলো না ভোডাফোন–আইডিয়া কে। এই রিপোর্টের পরে জিও কিছুদিন ছাড়া ছাড়াই নতুন নতুন অফার নিয়ে হাজির হচ্ছেন, যাতে এক নম্বরে যেতে পারে।
এবার নতুন অফার নিয়ে হাজির আম্বানির জিও। এবার আপনি বিনামূল্যে বাড়ি থেকে যেকোনো জায়গায় ভয়েস কল করতে পারবেন। শীঘ্রই এমনই অফার নিয়ে আসতে চলেছে জিও। আবার ডিজিটাল ট্রান্সফরমেশন এর জন্য মাইক্রোসফটের সাথে হাত মিলিয়েছে আম্বানির জিও। এই বছর আম্বানির সংস্থার মোট লাভের অঙ্ক ১.৩ লক্ষ কোটি টাকা।