আন্তর্জাতিকদেশনিউজ

ফের উস্কানি ইমরানের, নাৎসির সঙ্গে কার তুলনা করলেন, দেখুন!

Advertisement

রাজীব ঘোষ : স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন।রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইট করে মন্তব্য করেন, নাৎসি আদর্শে অনুপ্রেরণায় আর এস এস তার আধিপত্য চালাচ্ছে।আর এস এসের এই ভূমিকায় তিনি শঙ্কিত বলে জানিয়েছেন।ইমরান খানের বিস্ফোরক অভিযোগ, কাশ্মীরে গণহত্যা, কার্ফুর মতো ঘটনা ঘটছে, যার সঙ্গে নাৎসির কার্যকলাপের তুলনা করেন তিনি।

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাক সংসদে হুশিয়ারী দিয়ে জানান, কাশ্মীর বিষয়ে আন্তর্জাতিক মহলে অভিযোগ জানাবে তারা।৬ দিন পরে কোনো ফল হয় নি।আন্তর্জাতিক মহলে ভারতের স্পষ্ট বার্তা, কাশ্মীর সমস্যা তাদের অভ‍্যন্তরীন বিষয়।সংবিধান মেনেই পদক্ষেপ করা হয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো শক্তিধর দেশগুলি ভারতের পাশে দাঁড়িয়েছে।

চিন দুই দেশকে সংযত থাকার কথা বলেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে ইমরান খান কাশ্মীর ইস‍্যুতে হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন।ডোনাল্ড ট্রাম্প তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন।ভারত ট্রাম্পের এই মন্তব্য খারিজ করে জানিয়ে দেয়,কাশ্মীর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনায় অনড় ভারত।সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত কখনও চায় না।

তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ভারতের পক্ষে কথা বলা হয়।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুধু নাৎসির সঙ্গে আর এস এসের তুলনা করেন নি, আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।তার কথায়, কাশ্মীরে যা চলছে, তা কি দেখতে পাচ্ছে বিশ্ব?কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বারবার উস্কানিমূলক মন্তব্য করছেন।

Related Articles

Back to top button