প্রায় দু মাস হতে চলল নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন টলিউড তারকা তথা সাংসদ নুসরত জাহান। বিয়ের পরই কোমর বেঁধে সংসার রাজনীতি এবং অভিনয় সামলাতে হয়েছে তাঁকে। এ ছাড়াও তাঁকে স্বামীকে আলাদা করে সময় দেওয়া তো আরও একটা স্পেশাল ডিউটি। কিন্তু এত কিছু সত্ত্বেও তাঁদের প্রেম পর্বে একটু রব ভাটা পড়েনি। বিয়ের দেড় মাসের মধ্যে তাঁরা মরিশাসে উড়ে গিয়েছিলেন মধুচন্দ্রিমার স্বার্থে, সেখানে গিয়ে বিভিন্ন রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করেছেন নুসরত।
দাম্পত্য জীবনে মিছিল নুসরত যে বেশ সুখেই রয়েছেন তা বোঝা যায় মাঝে মাঝে তাঁদের সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করা দেখে। কখনও কফি মগ হাতে বেডরুমে আবার কখনও বারান্দায় দুজনের আলিঙ্গনরত অবস্থায়। এ বার প্রকাশ্যে নিখিলকে চুমু খেলেন নুসরত আর সেই ছবি ভাইরাল হল সামাজিক মাধ্যমে। তবে নিখিলকে চুমু খাওয়ার ছবি পোস্ট শুধু নয় ক্যাপশনে লিখলেন লাভ লক। যদিও ক্যাপশনের কোনো প্রয়োজন ছিল না কারণ ছবি দেখেই বোঝা যাচ্ছে আসলেই ঠিক তাঁরা কতটা সুখী।