সোমনাথ বিশ্বাস: সম্প্রতি প্রায় ১০০০ জন মহিলার উপর একটি গবেষণা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা। তাতে তারা মহিলাদের জিজ্ঞেস করেন যে, পুরুষদের কোন অঙ্গগুলো তাদের সবচেয়ে বেশি পছন্দের! তাদের উত্তরের ভিত্তিতে যে অঙ্গ গুলি প্রধানত উঠে এসেছে দেখে নিন সেগুলো।
১. চওড়া বুকঃ চওড়া বুক আছে এমন পুরুষদের মহিলারা খুবই পছন্দ করেন। জিমে গিয়ে নয়, যাদের প্রকৃতিগত ভাবে চওড়া বুক আছে তাদের দিকেই মহিলাদের ভোট বেশি। তাদেরকেই বেশি আকর্ষণীয় লাগে বলে জানিয়েছেন মহিলারা।
২. চওড়া কাঁধঃ চওড়া বুকের সাথে সাথে চওড়া কাঁধওয়ালা পুরুষরাও মহিলাদের পছন্দের তালিকায় আছে। তাদের কথামতো যার কাঁধ যত বেশি চওড়া হবে সেই পুরুষ তত বেশি আকর্ষণীয় হবে।
৩. সুমিষ্ট ঠোঁটঃ শুধুমাত্র মহিলাদেরই যে ঠোঁট আকর্ষণীয় হবে এমন কোনো কথা নেই, পুরুষদের ঠোঁটও আকর্ষণীয় হয়। আর ওরকম সুমিষ্ট ঠোঁটের অধিকারী পুরুষরাই পছন্দের তালিকায় উপর দিকে। বেশিরভাগ নারীরই চিকন ঠোঁটের অধিকারী পুরুষদেরই বেশি পছন্দ করেন।
৪. আকর্ষণীয় পেশিঃ পেশীবহুল যে কোনো পুরুষকেই দেখতে ভালো লাগে। তবে অস্বাভাবিক বেশি রকম পেশী নয়। যতটা থাকলে ভালো লাগবে ততটাই পছন্দ করেন বলে জানিয়েছেন মহিলারা।
৫. স্বাস্থ্যকর হাত: মহিলারা জানিয়েছেন তারা পুরুষদের স্বাস্থ্যকর হাত পছন্দ করেন, যেখানে হাতে কোনও অতিরিক্ত মেদও থাকবে না আবার একেবারেও রোগাও হবে না। অনেকেই আছেন যাদের বয়সের তুলনায় হাতের গড়ন ঠিকভাবে হয়নি, তাদের হাতগুলো অস্বাস্থ্যকর বলে মনে হয়।এমন হাত মহিলাদের মোটেই পছন্দ নয়।