কলকাতানিউজপলিটিক্স

পুজো কমিটিকে আয়কর দপ্তরের নোটিশ, কী বললেন তৃণমূল সাংসদ!

Advertisement

রাজীব ঘোষ : রাজ‍্যের দুর্গাপুজো কমিটিগুলিকে নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর।বিশেষ করে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর দপ্তর তাদের পুজো সংক্রান্ত সমস্ত হিসাব নিকাশ দাখিল করতে নির্দেশ দিয়েছে।সেই নির্দেশের বিরুদ্ধে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাস্তায় নেমে ধর্নায় বসার নির্দেশ দিয়েছেন দলের উদ্দেশ্যে।তার নির্দেশে মঙ্গলবার কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে আয়কর দপ্তরের বিরুদ্ধে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের বঙ্গজননী বাহিনীর কর্মীরা।সেই ধর্না মঞ্চ থেকে আয়কর দপ্তরের এই নোটিশের বিরুদ্ধে অভিযোগ করে বঙ্গজননী বাহিনীর নেত্রী ও তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, আয়কর দপ্তরের নোটিশ ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।

দুর্গাপুজোয় আয়করের এই নোটিশ পাঠানো সম্পূর্ন ভাবে অনৈতিক।সেই ধর্না মঞ্চ থেকে রাজ‍্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন, দুর্গাপূজো কমিটিগুলিকে আয়কর দপ্তরের নোটিশ পাঠানোর বিরুদ্ধে আমরা আন্দোলন করবো।বিজেপি দুর্গাপুজো কমিটিগুলো দখল করতে চাইছে।তাই কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে নোটিশ পাঠিয়ে তাদের ডাক দিচ্ছে।মঙ্গলবার কলকাতায় আয়কর দপ্তরের বিরুদ্ধে এই ধর্না মঞ্চে উপস্থিত রয়েছেন বঙ্গজননী বাহিনীর নেত্রী ও সাংসদ কাকলি ঘোষদস্তিদার, রাজ‍্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য, শশী পাজা, বিধায়ক নয়না বন্দ‍্যোপাধ‍্যায় সহ তৃণমূলের সমস্ত নেত্রীরা।আয়কর দপ্তর সম্প্রতি দুর্গাপুজো কমিটিগুলির উদ্দেশ্যে হিসাব দেখতে চেয়ে নোটিশ পাঠিয়েছে।

রাজ‍্য বিজেপির অভিযোগ, রাজ‍্যের সব চিটফান্ডের টাকা তৃণমূল নেতারা এই পুজোয় ব‍্যবহার করেছেন।তৃণমূলের আয়কর দপ্তরের বিরুদ্ধে এই ধর্নার বিষয়ে রাজ‍্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের নেতারা কালো টাকা সাদা করতে এই দুর্গাপুজোয় ব‍্যবহার করেছে।তাই আয়কর দপ্তরের নোটিশ আসতেই তৃণমূল বিরোধিতা শুরু করেছে।

Related Articles

Back to top button