নিজস্ব সংবাদদাতা: কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাক চাপান-উতোর চরমে পৌঁছেছে। পাকিস্তান ভারতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে। এমতাবস্থায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করে ভগবানের কাছে প্রার্থনা জানালেন পাকিস্তানের মতো প্রতিবেশী যেন কারো না জোটে।
কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা তুলে নেওয়ার পর থেকে লাগাতার বিরোধিতা করে আসছে পাকিস্তান। ভারতীয় দূতাবাস থেকে হাই কমিশনারকে ফেরত পাঠানো, দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বন্ধ, সীমান্তে নজরদারি বাড়ানো, আকাশপথ আংশিকভাবে বন্ধ করার পর এবার সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত নেয় পাক প্রশাসন। ইতিমধ্যে পাকিস্তানের সমস্ত সিনেমা হলে ভারতের সিনেমা সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে।
এরপরই ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ নিয়ে ট্যুইট করেন। রাজনাথ সিং বলেন, ‘সবচেয়ে বেশি আশঙ্কা তো আমাদের প্রতিবেশীকে নিয়ে, আপনি চাইলেই আপনার বন্ধু বদলে ফেলতে পারেন কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না। ভগবানের কাছে প্রার্থনা করি এমন প্রতিবেশী যেন কারো না জোটে।’ সরাসরি নাম উল্লেখ না করলেও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর নিশানায় যে পাকিস্তান তা বুঝতে অসুবিধা হয়নি আন্তর্জাতিক মহলের।