তা হলে কি এ বার মা হতে চলেছেন রাজ ঘরনি? প্রায় দেড় বছরের দাম্পত্য জীবনে তা হলে কি এ বার নতুন অতিথি আসতে চলেছে রাজশ্রীর পরিবার? জোর জল্পনা দর্শকদের মধ্যে। তবে না দর্শকদের খুশি করার মতো খবর আপাতত দিচ্ছেন না রাজ শুভশ্রী। শিরোনামটা দেখে যদিও মনে হচ্ছে আসলে কিন্তু এটি ফিল্মি। নতুন একটি ছবির নাম ঘিরে যত জল্পনার সূত্রপাত।
বিয়ের পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন শুভশ্রী। স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরে পরবর্তী ছবি পরিণীতা দেখা যেতে চলেছে দেব নায়িকাকে। কিছু দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে পরিণীতা। তবে পরিণীতা মুক্তির পরেই নিজের পরবর্তী ছবির মহরত শুরু করে দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শোনা যাচ্ছে সেই ছবিও আসতে চলেছে রাজ চক্রবর্তীর হাতেই আর যাঁর নাম হে গর্ভধারিণী। যদিও সেই ছবি সংক্রান্ত বিষয়ে কিছুই জানা যায়নি তবে পরিচালক রাজ চক্রবর্তী যে দর্শকদের জন্য নতুন কিছু উপহার দিতে চলেছেন তা বোঝা যাচ্ছে ছবির নাম দেখেই।