রানাঘাট স্টেশন এর এক মহিলার গান এখন ভাইরাল নেট দুনিয়ায়। তার গান শুনে সকলের মনে হচ্ছে তার গলায় স্বয়ং মা সরস্বতী অবস্থান করছেন। তিনি কিন্তু বড় কোনো গায়িকা নন, তিনি একজন ভবঘুরে। তার খাওয়া–দাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা তার ঠিক নেই। গানের প্রথাগত শিক্ষা না থাকলেও ‘এক প্যার কা নাগমা হ্যায়’ লতা মঙ্গেশকর এর এই জনপ্রিয় গানটি অবলীলায় গাইছেন এই মহিলা।
‘শোর’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭২ সালে। এই ছবিতে লতার কণ্ঠে ‘এক প্যার কা নাগমা হ্যায়’ গানটি খুবই জনপ্রিয়। রানাঘাট স্টেশন ওই ভবঘুরে মহিলার গলায় এই গান শুনে রীতিমতো চমকে যান স্টেশন এর যাত্রীরা। সুর আর তাল রীতিমতো চমকে দেওয়ার মতো। খালি গলায়, কোনরকম বাদ্যযন্ত্র ছাড়ায় তার গান রীতিমতো সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।
https://youtu.be/0u3vvjXox44