সুরজিৎ দাস : আজ থেকে শুরু হতে চলেছে ভারত ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন দের বিরুদ্ধে অনেক নতুন মুখ দেখা যাবে ভারতীয় দলে। দলে ভারসাম্য বজায় রাখতে ও বিশ্বকাপের ভরাডুবি থেকে নিজে দের তুলে ধরতে তরুন শক্তি কেই হাতিয়ার করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দলে এসেছেন আইপিএলে দাপিয়ে খেলা একের পর এক ক্রিকেটার। ব্যাটিং বিভাগে মণীশ পান্ডে, শ্রেয়স আইয়ার বলিং বিভাগে নভদীপ সাইনি, খলিল আহমেদ, দীপক চাহার এবং অল রাউন্ডার হিসেবে ক্রুনাল পান্ডেয়া, রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দর দের দেখা যেতে পারে দেশের জার্সি তে।
অপর দিকে আন্দ্রে রাসেল হীন ওয়েস্ট ইন্ডিজ ও তৈরি ভারত কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে রাসেলের পরিবর্তে দলে এসেছে জেসন মহম্মদ এছাড়াও আছেন সুনীল নারিন। নিকোলাস পুরান, শিমরন হিটমায়ার, কার্লোস ব্রেথওয়েট, অ্যাসলী নার্স, এভান লুইস দের মতো খেলোয়াড় দের দ্বারা সমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজ দল তাই এই দল কে হালকা ভাবে নিচ্ছে না ভারত। আনন্দ ফুর্তির শহর ফ্লোরিডায় শেষ হাসী কে হাসে সেটাই এখন দেখার।