দুটো অ্যাপ ইন্সটল করেই বাড়িতে বসে হয়ে যাবে গ্যাসের বায়োমেট্রিক আপডেট, জানুন কিভাবে
এই নতুন পদ্ধতিতে যদি আপনি বায়োমেট্রিক আপডেট করতে চান তাহলে আপনাকে ইন্ডিয়ান অয়েলের অ্যাপ ইন্সটল করতে হবে
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সঙ্গে গ্রাহকের বায়োমেট্রিক আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। এলপিজি বন্টনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সরাসরি গ্রাহকদের কাছে এই নির্দেশ এখনো পর্যন্ত না এলেও যারা গ্যাস এজেন্ট রয়েছেন তাদের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক তারা আপডেট করানোর কাজ শুরু করে দিয়েছেন। জানা যাচ্ছে যদি নির্দেশিকা অনুযায়ী এই কাজটা না করা হয় তাহলে কিন্তু গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে।
কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে যাতে প্রতিটি গ্রাহককে ৩১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে এই কাজটি করতে হবে বলে জানানো হয়েছে। সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে গ্রাহকরা বঞ্চিত না হতে পারেন। আর সেই কারণে প্রতিদিন গ্যাসের দোকানের সামনে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষরা। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই আপডেট করার কাজ করছেন। অনেক সময় লাইনে দাঁড়ানোর পরেও এই কাজটা করা যাচ্ছে না কারণ সময় পেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আজকে আপনাকে এমন একটা পদ্ধতির কথা বলবো যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই এই কাজটা করতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
আপনি যদি নিজের মোবাইল থেকে বায়োমেট্রিক আপডেট করতে চান তাহলে আপনাকে দুটি অ্যাপ ইন্সটল করতে হবে আপনার মোবাইলে। এর মধ্যে প্রথমটি হলো INDIAN OIL ONE এবং দ্বিতীয়টি হল AADHAAR FACERD। অ্যাপ দুটি ইন্সটল করার পরে প্রথমে আপনাকে দেখতে হবে যে এই অ্যাপ আপনার মোবাইলে কাজ করছে কিনা। যদি কাজ করে তাহলে আপনাকে প্রথমে ইন্ডিয়ান অয়েল এর অ্যাপে সঠিকভাবে লগইন করতে হবে। যদি আপনার প্রোফাইল না থাকে তাহলে আপনাকে প্রোফাইল বানাতে হবে। তারপরে আপনাকে সঠিক একাউন্টে লগইন করতে হবে।
আপনি লগইন করার পরে অ্যাপের উপরে তিনটি দাগ দেখতে পাবেন। সেখানে রয়েছে মেনু অপশন। এই মেনু অপশন থেকে আপনাকে মাই প্রোফাইল অপশনে যেতে হবে। এরপর আপনার কাছে একটি নতুন পেজ খুলবে এবং সেই পেজ নিজের দিকে স্ক্রল করলে সেখানে আপনি REKYC নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনাকে একটি শর্ত দেওয়া হবে এবং সেখানে আপনাকে টিক দিতে হবে এবং তারপর মোবাইলটি আপনার মুখের সামনে ধরতে হবে। যেভাবে আপনারা সেলফি তোলেন সেভাবে আপনাকে মোবাইলটা ধরতে হবে এবং চোখের পাতা একবার বন্ধ করে খুলে দিতে হবে। তাহলেই নিজে থেকে ছবি নিয়ে নেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এরপর ইন্ডিয়ার অয়েল সংস্থার সার্ভারে এই ছবি আপলোড হয়ে যাবে। এরপরে আপনি আপনার বায়োমেট্রিক আপডেট হলো কিনা সেটা চেক করতে পারবেন। আপনি যদি এই কেওয়াইসি স্ট্যাটাস চেক করে রাখেন , তাহলে আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনার বায়োমেট্রিক আপডেট করিয়ে ফেলতে পারবেন আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না।