লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারেনি। তারপর বিরোধী হিসেবে উঠে এসেছে দেশ শাসিত বিজেপি সরকার। তারপর দলের মধ্যে ভাঙ্গন শুরু হয়েছে, দলের অন্দর থেকে বেরিয়ে এসেছে একের পর এক ক্ষোভ, একাধিক নেতাদের বিজেপিতে যোগ। সবমিলিয়ে তৃণমূল এখন ২০২১ এ নিজের গদি টিকিয়ে রাখতে নানা পরিকল্পনা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের ড্যামেজ কন্ট্রোল এর দায়িত্ব দিয়েছেন প্রশান্ত কিশোরকে। তাই দলীয় কাজের খোঁজ নিতে নেতা–নেত্রীদের ফোন করে কথা বললেন তিনি। পশ্চিম মেদিনীপুর এর জেলা সভাপতি, গড়বেতার ব্লক সভাপতি, গোয়ালতোড়ের ব্লক সভাপতি সহ আরও অনেককে ফোন করেন প্রশান্ত কিশোর।
প্রশান্তের ফোন পেয়ে আর দেরি করেননি গোয়ালতোড়ের ব্লক সভাপতি ভাস্কর। শনিবার সকালেই সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। তার পর ব্লক নেতাদের সঙ্গে নিয়ে ‘দিদিকে বলো’ কর্মসূচির স্টিকার, কার্ড, গেঞ্জি, লিফলেট বিলি করেন। ভাস্কর বলছেন, ‘‘প্রশান্তের নম্বর সেভ করে রেখেছি। দরকারে পরামর্শ নেব।’’ সাংবাদিক সম্মেলন ডাকা হচ্ছে কিনা, জনসংযোগ বাড়াতে কি করা হচ্ছে এই নিয়ে কথা বলেন সকলের সাথে প্রশান্ত কিশোর।