বর্ষা মানেই চারিদিকে জমা জল, তার মধ্যে জন্ম মশার। আর এই মশার মাধ্যমেই ছরায় ডেঙ্গুর ভাইরাস। ডেঙ্গু জ্বর প্রাণঘাতী হতে পারে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হয়। তাই আগে থেকে ডেঙ্গু জ্বরের লক্ষণ গুলি জানা থাকলে ডেঙ্গুর মরন ফাঁদ থেকে বাঁচা সম্ভব। ডেঙ্গুতে আক্রান্ত হলে কি কি সমস্যা দেখা দিতে পারে আপনার শরীরে, দেখেনিন একনজরে-
১) দীর্ঘক্ষণ ধরে মাথাব্যথা। ওষুধ খেলে কমছে, কিছুক্ষণ পরে আবার হচ্ছে।
২) হাঁড়, হাঁড়ের জয়েন্ট ও পেশিতে ব্যথা।
৩) বেশীরভাগ সময় বমিভাব ও বমি হওয়া।
৪) গ্রন্থি ফুলে যাওয়া।
৫) সারা শরীরের ফুসকুড়ি দেখা দেওয়া।
৬) চোখের পেছনে ব্যথা হওয়া ইত্যাদি
৭) প্রচণ্ড পেট ব্যথা ও অনবরত বমি হওয়া।
৮) নাক ও দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ এবং অবসাদ।
৯) বমি, মল কিংবা প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া।
শরীরে এই সমসসাগুলি দেখা দিলে যত দ্রুত সম্ভব হাসপাতালে যাওয়া উচিৎ।