দক্ষিণবঙ্গ ঝড়বৃষ্টির দাপটে কাঁপতে চলেছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। যার জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া সূত্রে খবর, প্রায় ৬০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে। এরমধ্যেই বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূলবর্তী জেলাগুলো বাদ দিয়ে বেশ কিছু জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারন করা হয়েছে, জারি হয়েছে সতর্কতা।