জীবনে সফল হতে কে না চাই? সবাই চাই জীবনে ভালো কাজ করে, ভালো টাকা রোজগার করে সুখে জীবন কাঁটাতে। চাণক্য নীতি অনুযায়ী এমন কিছু বিষয় আছে যেগুলি কারও সঙ্গে শেয়ার করলে জীবনে সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাহলে আসুন জেনেনিন কি সেই বিষয় গুলি-
১) আপনি কত টাকা রোজগার করেন বা আপনার কত টাকার সম্পত্তি আছে।
২) আপনার জীবনের যে গুরু বা পথপ্রদর্শক থাকবেন, তিনি আপনাকে যে পরামর্শ দেবেন তা অন্যকে বলবেন না।
৩) পরিবারে বা আত্মীয়দের ব্যাপারে কোনও কথা বাইরের লোকের কাছে প্রকাশ করবেন না।
৪) কাউকে কিছু দান করে বলে বেরাবেন না।
৭) আপনার কি অসুখ আছে তা-ও গোপন রাখুন।