আন্তর্জাতিকদেশনিউজ

চীনের সাহায্য নিয়ে ভারতকে হুমকি পাকিস্তানের!

Advertisement

গত সোমবার ৩৭০ ধারা বাতিলের পর থেকেই হতভম্ভ পাকিস্তান। অপেক্ষা ছিল আন্তর্জাতিক মহলের সমর্থনের। তবে শনিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে সেটাও খারিজ হয়ে যায়। ফলে বড়সড় ধাক্কা খান পাক প্রধানন্ত্রী ইমরান খান।

এবার চিনের সমর্থন নিয়ে তারপরেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভারতের নেওয়া কাশ্মীর সিদ্ধান্তের বিরোধীতা করার কথা জানাই পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদাকে প্রত্যাহার করার পর ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের কাছে যাওয়ার ক্ষেত্রে চীন পাকিস্তানকে পুরোপুরি সমর্থন করছে।

এই বিষয়ে সমর্থন চেয়ে ইন্দোনেশিয়া ও পোল্যান্ডের সাথেও কথা বলতে চেয়েছিল পাকিস্তান সরকার, জানান তিনি। এই দুই দেশই রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের অস্থায়ী সদস্য। ইতিমধ্যে রাশিয়া, রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের একটি স্থায়ী সদস্য এই বিষয়ে ভারতেকে সমর্থন জানিয়েছে।

Related Articles

Back to top button