নিউজপলিটিক্সরাজ্য

গ্রেফতার হতে পারেন বিজেপির এই শীর্ষ নেতা, চাঞ্চল্য রাজনৈতিক মহলে!

Advertisement

গ্রেফতার বিজেপির মজদুর ইউনিয়নের রাজ্য সভাপতি বাবান ঘোষ। ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। পাঁটুলির বাড়ি থেকে সরশুনা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশের দাবি জনুয়ারি মাসে বাবান ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রেল কমিটিতে সদস্য করিয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ উঠে দক্ষিণ কলকাতার নেতা বাবান ঘোষের নামে। সূত্রের খবর, বাবান ঘোষের হাত ধরেই টলিউডে প্রবেশ বিজেপির। এফআইআরে নাম রয়েছে বিজেপি নেতা মুলুক রায়েরও। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Related Articles

Back to top button