নিউজরাজ্য

গরমে পুড়ছে বাংলা, কবে বৃষ্টি হবে? কি জানালো আবহাওয়া দফতর!

Advertisement

কথাই বলে ‘ওস্তাদের মার শেষ রাতে’ ঠিক তেমনি বর্ষার শুরুতে বাংলা সেরকম বৃষ্টির মুখ না দেখলেও বর্ষার শেষে অর্থাৎ শ্রাবণের শেষে ভারী বৃষ্টির মুখ দেখেছে গোটা বাংলা। নিম্নচাপের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গ দাপিয়ে এই বৃষ্টিপাত হয়। গতকাল কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের ওডিশা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টির মুখ দেখতে পারে গোটা বাংলা। সূত্রের খবর, ঘুর্ণাবর্তটি দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে। এখন ভাদ্রের গরমে পুড়ছে বাংলা। কিন্তু আগামী শনিবার থেকে এই পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা করছে আবহাওয়া অফিস। ভারি বৃষ্টিপাতে ফের কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ ভিজবে বলে পূর্বাভাসে জানান আবহাওয়াবিদরা।

Related Articles

Back to top button