অফবিট

ক্লাস চলাকালীন মদ্যপান, ক্লাসে বসেই কোকের বোতলে চুমুক দিচ্ছিল দুই ছাত্রী, তারপর!

Advertisement

কোকের বোতলে করে স্কুলে নিয়ে আসা হল মদ। এরপর ক্লাস চলাকালীন সময়ে চলছিল মদ্যপান। পড়ার ফাঁকে ফাকেই মদ খাচ্ছিল নবম শ্রেণির দুই ছাত্রী। এরপর তাদের হাতেনাতে ধরল শিক্ষক। ভারতের অন্ধ্র প্রদেশের এক সরকারি স্কুলে এই ঘটেছে এই ঘটনা। সেখানের এক সরকারি স্কুলের ক্লাস নাইনের দুই ছাত্রীর বিরুদ্ধে ক্লাসরুমে বসে মদ্যপানের অভিযোগ আনা হল।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ক্লাসে বসেই কোকের বোতলে চুমুক দিচ্ছিল দুই ছাত্রী। তাদের বোতল থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়া যায় এবং তাদের আচরণও অন্যদের কাছে অসংলগ্ন ঠেকে। তার পরে তাদের বোতল পরীক্ষা করে দেখা যায়, তাতে মদ মেশানো রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক বাট্টু সুরেশ কুমার জানিয়েছেন, এর আগও এই ছাত্রীরা মতাল অবস্থায় ধরা পড়েছিল। তারা জানিয়েছিল, তাদের বাবারা মদে আসক্ত। বাবাদের ফেলে দেওয়া মদ খেতে খতে তারাও আসক্ত হয়ে পড়েছে।

Related Articles

Back to top button