অফবিট

এই মহিলার স্নান করতে খরচ কয়েক কোটি টাকা, অবিশ্বাস্য হলেও সত্যি!

Advertisement

পৃথিবীতে মানুষ তার শখ পূরণের জন্য কত কিছুই না করে থাকেন। শখ পূরণে কোটি কোটি টাকা খরচ করার মানুষের অভাব নেই পৃথিবীতে। আর তেমনই একজন হলেন, কামালিয়া জহুর। তিনি স্নান করতে কয়েক কোটি টাকার শ্যাম্পেন খরচ করেন। অনেকে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। পাকিস্তানি বংশোদূত ব্রিটিশ ধনকুবের মোহম্মদ জহুরের স্ত্রী কামালিয়ার জীবন হিরা-জহরত ও শ্যাম্পেনে মোড়া। বিশ্বের সবচেয়ে দামী শ্যাম্পেন দিয়ে স্নান করেন কামালিয়া।

তিনি যে শ্যাম্পেন দিয়ে স্নান করেন, তার প্রতিটি বোতলের দাম ৫ হাজার টাকা। প্রতিদিন বাথটাব পূর্ণ করতে এমন ২০ থেকে ৩০ বোতল শ্যাম্পেনের প্রয়োজন। আর সেইসঙ্গে ২০ থেকে ২২ জন পরিচারিকার প্রয়োজন হয়। এসব পরিচারিকার বার্ষিক বেতন প্রায় ২ কোটি টাকা। সেই হিসেবে প্রতি মাসে কামালিয়ার স্নানে খরচ দাঁড়ায় কয়েক কোটি টাকা।

Related Articles

Back to top button