নিউজপলিটিক্সরাজ্য

কেন্দ্রে বাড়ল ডিএ, রাজ্যের খবর কি ? জেনে নিন!

Advertisement

রাজ্য সরকারি কর্মচারীরা অনেক দিন ধরেই আন্দোলন করছে। কেন্দ্রীয় হারে ডিএ চেয়ে মামলা হয়েছে স্যাটেও। এবার রাজ্যের মাথাব্যথা আবার কয়েকগুণ বাড়িয়ে দিল কেন্দ্রের নতুন ভাবে ডিএ ঘোষণা। এতদিন কেন্দ্র সরকারের অধীনে কাজ করা কর্মীরা ১২% হারে মহার্ঘ্য ভাতা পেতেন। নতুন ঘোষণা এই ভাতা আরও ৫% বৃদ্ধি পাবে। পরবর্তী মাস থেকেই তা কার্যকর হবে। অর্থাৎ আগামী অক্টোবর মাসের বেতনের সাথে তারা ১৭% ডিএ পাবেন। তবে রাজ্য সরকারের অধীনে থাকা কর্মীরা কবে থেক কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা পাবে, সে বিষয়ে রাজ্যের প্রশাসনিক কর্তারা কিছু জানাতে পারছেন না।

কেন্দ্র সরকার সপ্তম পে কমিশন কার্যকর করেছে বেশ কয়েক মাস হল। অথচ রাজ্যে এখনও ষষ্ঠ পে কমিশন চলছে। সপ্তম পে কমিশনের কোন খবর নেই, দফায় দফায় বেড়ে চলেছে তার মেয়াদ। সপ্তম পে কমিশনের হিসেবে ধরলে রাজ্যের কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতার পরিমাণ ৪২.৫%। সরকারি কর্মচারীদের করা মামলার প্রেক্ষিতে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট। রাজ্য প্রশাসন অবশ্য সেই রায়ের বিরোধিতা করে উচ্চ আদালতে যায়নি। ফলে বকেয়া ৪২.৫% ডিএ খুব শীঘ্রই মিটিয়ে দেবে বলে আশা করছেন সরকারি কর্মচারীদের একাংশ। তবে কেন্দ্রের নতুন করে ডিএ ঘোষণায় রাজ্য অনেকটা বেকায়দায় পড়েছে বলেই ধারণা অভিজ্ঞ মহলের।

Related Articles

Back to top button