টেক বার্তা

এবার থেকে Vodafone রিচার্জ করলেই পাবেন এক্সট্রা ডেটা, কলিং বেনিফিট, ক্যাশব্যাক!

Advertisement

ভারত বার্তা ডেস্ক : রিলায়েন্স জিও আসার পর থেকে বাজারে মুখ থুবড়ে পড়েছে অন্যান্য টেলিকম সংস্থা। ভারতের বাজারে নিজেদের আধিপত্য ক্রমশ বাড়িয়ে চলেছে মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও। TRAI এর রিপোর্ট অনু্যায়ী, আম্বানির জিও মোবাইল সাবস্ক্রাইবার এর দিক দিয়ে এখন দ্বিতীয় নম্বরে। এয়ারটেলকে পেছনে ফেলে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে জিও। ভারতের টেলিকম মার্কেটে এখন গ্রাহক ধরার প্রতিযোগিতা চলছে। জিওকে টেক্কা দিতে প্রতিটি কোম্পানিই তাদের নতুন নতুন অফার নিয়ে হাজির হচ্ছে।

এবার ভোডাফোন নিয়ে এল ধামাকা অফার। প্রতিবার আপনি যখন ফোন রিচার্জ করবেন আপনি পেয়ে যেতে পারেন এক্সট্রা ডেটা, কলিং বেনিফিট, ক্যাশব্যাক, এসএমএস প্যাক, কলার টিউন বা মিসড কল এলার্ট। অনেকগুলো রিচার্জ আপনি যদি একসাথে করেন তাহলে আপনি পেয়ে যাবেন একের বেশি রিওয়ার্ড। তখন আপনি নিজের পছন্দ মত বেছে নিতে পারবেন। এই সুযোগ পেতে আপনাকে নিজের ভোডাফোনের প্রিপেড রিচার্জ করতে হবে। রিচার্জ করতে পারেন My Vodafone app, Vodafone website, বা যেকোনো ওয়ালেট থেকে। প্রতি রিচার্জেই কিছু না কিছু রিওয়ার্ড পাবেন।

প্রতিদিন 2 GB ডেটা দিচ্ছে Airtel, জেনে নিন কি করতে হবে আপনাকে!

Related Articles

Back to top button