নিউজ

এই রাজ্যের জন্য যা করলেন মোদী সরকার, উপকৃত হবেন বহু যুবক যুবতী!

Advertisement

সরকার ৩৭০ ধারা তুলে দিয়েছে। যার ফলে কাশ্মীর এখন ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল। ৩৭০ ধারা তুলে দেওয়ার একদিন পরেই উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বলেন, “মোদীজি আমাদের সকলের স্বপ্ন পূরণ করেছেন। এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ দেশ আনন্দ উপভোগ করছে। বিজেপির সমস্ত ব্যাচেলর সদস্য যারা বিয়ে করতে আগ্রহী তারা কাশ্মীরে যেতে পারেন, এবং আমাদের এটি নিয়ে কোনও সমস্যা নেই। আসলে, বিজেপির মুসলিম নেতাকর্মীদের খুশি হওয়া উচিত কারণ তারা এখন ‘গোরি’ কাশ্মীরি মেয়েদের সাথে বিবাহ করতে পারবে।”

ভালো করে বিশ্লেষন করলে দেখা যায়, মোদিজীর এই ঐতিহাসিক সিদ্ধান্তের পরেই কাশ্মীরে আর বিবাহ নিয়ে সরকারের আর কোনোরকম আপত্তি রইলো না। এরফলে বাইরের রাজ্যের যে কোনো ব্যক্তিকে(যুবক/যুবতীকে) কিংবা বাইরের রাজ্য থেকে আসা কাশ্মীরি ব্যক্তিকে (যুবক/যুবতীকে) বিয়ে করতে পারবে। এতে উপকৃত হবেন লক্ষ লক্ষ যুবক যুবতী।

Related Articles

Back to top button