সুরজিৎ দাস: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ডোসেন্টস আভিয়েরো এটা শুধু একটা ফুটবলারের নাম না রোনাল্ডো মানে একটা স্বপ্ন এর বাস্তব রূপ নেওয়ার লড়াই, রোনাল্ডো মানে শত অভাব শত অনটন কে দূরে সরিয়ে সেরা হয়ে ওঠার লড়াই। লিসবনের ছোট্ট গলি থেকে উঠে এসে তিনি আজ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লক্ষ লক্ষ ফুটবলপ্রমীর স্বপ্ন তিনি। কিন্তু সেই রোনাল্ডোর মুখে এবার অবসরের কথা সংবাদ মাধ্যম কে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে এমনটাই বললেন তিনি। খামখেয়ালি রোনাল্ডো এদিন বললেন তিনি ফুটবল কে উপভোগ করেন বলে ফুটবল টা খেলেন যেদিন তিনি উপভোগ করবেন সেইদিনই খেলা থেকে অবসর নেবেন তিনি সেটা পরের বছরও হতে পারে আবার ৩-৪ বছর পরেও হতে পারে। তিনি আরও বললেন ‘ছেলে কে নিয়ে গেছিলাম আমার ছোটবেলার পরিবেশে যেখানে আমি জন্মেছে ছেলে সেটা দেখে অবাক হয়ে গেছে আসলে ওরা ছেলেবেলা থেকে কাচে ঢাকা ঠান্ডা ঘরে বড়ো হয়েছে তাই বাইরের জগৎ, অভাব-অনটন সম্পর্কে কোনো ধারনা নেই ওর।’ এদিন একেবারে আলাদা রোনাল্ডো কে দেখা গেলো ক্যামেরার সামনে তার খোলামেলা সাক্ষাৎকারে উঠে এলো অনেক অজানা তথ্য।