ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : বর্তমান যুগে বেশীর ভাগ মানুষই এখন অনিয়মের মধ্যে দিয়ে চলছে। ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ছে। এখন বেশিরভাগ মানুষই স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। শুধু বয়স্করাই নয় যুবক-যুবতীরাও স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। বিশ্বে ১০০ জনের মধ্যে ১০ জনের মৃত্যু ঘটছে স্ট্রোকের কারণে।
গত দু বছরে শুধু ভারতেই নয় এশিয়ার নানা দেশেও স্ট্রোকের কারণে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই স্ট্রোকের জন্য বিশেষ কিছু কারণ কে গবেষকরা চিহ্নিত করেছেন–
১) এই স্ট্রোকের কারণে শুধুই যে মানুষ মারা যায় তাই নয়। কখনো কখনো এই স্ট্রোক মানুষকে পঙ্গুও করে দিতে পারে। তার জন্য আমাদের অনিয়মিত জীবনযাপনকে পরিবর্তন করতে হবে এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে।
২) স্ট্রোক এর মূল কারণটি হলো মস্তিষ্কে অক্সিজেনের অভাব। আমাদের মস্তিষ্কে কিছু রক্ত বহনকারী ধমনী রয়েছে। কোনো কারনে যখন অক্সিজেনযুক্ত রক্ত ধমনীর পথ দিয়ে যেতে পারে না তখনই মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটে। এর ফলে শরীর বিকল হয়ে যায় এবং আমরা স্ট্রোকে আক্রান্ত হই।
৩) আধুনিক সমাজ যন্ত্রের ওপর নির্ভরশীল। এর ফলে আমাদের কাজ করার প্রবণতা কমে গেছে, এবং শরীরে নানা জটিলতা দেখা দিচ্ছে। যেমন রক্তচাপ বৃদ্ধি ,শরীরে নানা জায়গায় মেদ জমতে থাকা ইত্যাদি। শরীরের ওজন যত বেশি হবে স্ট্রোক হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। ফলে নিয়মিত আমাদের শরীর চর্চা করতে হবে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
৪) আমাদের শরীর ৭০ শতাংশ জল দিয়ে তৈরি। যখনই শরীরে জলের ঘাটতি দেখা দেয় তখনই শরীরে নানা সমস্যার সৃষ্টি হয়। সুতরাং আমাদের পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে।
৫) আমাদের দেশ গ্রীষ্মপ্রধান দেশ। আমাদের দেশে বেশির ভাগই গরমকাল থাকে। ফলে রোদে বেড়ানোর দরকার পরলে সঙ্গে ছাতা, সানগ্লাস ও খাবার জলের বোতল অবশ্যই রাখতে হবে।
উল্লিখিত জিনিসগুলি মেনে চলতে পারলে স্ট্রোক এড়ানো যাবে।