নিউজপলিটিক্স

অরুণ জেটলির শারীরিক অবস্থার অবনতি, জেনে নিন কেমন আছেন এখন?

Advertisement
Advertisement

অরূপ মাহাত: অত্যন্ত সংকটজনক অবস্থায় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থা। এইমস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাক্তন অর্থমন্ত্রীকে বর্তমানে ইসিএমও-তে রাখা হয়েছে। ফুসফুসের সমস্যা নিয়ে দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে সেই সমস্যা তীব্র হতে শুরু করলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ফলে রবিবার তাঁকে ইসিএমও বিভাগে স্থানান্তরিত করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে বিকেলের মধ্যে হাসপাতালে ছুটে আসেন দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মূখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। এরপর একে একে অরুণ জেটলিকে দেখতে আসেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বহুজন সমাজবাদী পার্টি নেত্রী মায়াবতী প্রমুখ। রাতে প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখতে এইমসে আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে আসতে পারেন বলে খবর।

Advertisement
Advertisement

গত ৯ আগস্ট শ্বাস প্রশ্বাসের অসুবিধা নিয়ে এইমসে ভর্তি হন প্রাক্তন অর্থমন্ত্রী। তবে মে মাস থেকেই ফুসফুসের সমস্যায় চিকিৎসাধীন ছিলেন তিনি। যে কারণে এবারের সাধারণ নির্বাচন থেকেও নিজেকে সরিয়ে নেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button