স্বাস্থ্য ও ফিটনেস

সাত সকালে এক কাপ চায়ের সাথে এটা খান তো? নইলে…

×
Advertisement

চা খাই না এমন মানুষ নাই বললেই চলে। সকালে উঠে মুখ ধুয়েই প্রথমে চা না খেলে শরীলটা কমন ঝিমিয়ে পরে। আার এক কাপ চায়ে যদি আদা কুচি থাকে তাহলে তো কোন কথায় হবে না। যেমন স্বাদ বাড়ে তেমন তার গুন ও আছে অনেক। এক কাপ চায়ে অনেক রোগের সমস্যার সমাধান হয়। এক কাপ চায়ে যদি আদার কুচি থাকে সেই চায়ের স্বাদ ও যেমন হয় তার গুন ও খুব ভালো হয়।

Advertisements
Advertisement

এই রকমের চা খেলে অনেক রোগ ঠিক হয়ে যাই। যেমন বমি ভাব, গাড়িতে গেলে অনেকর বমি বমি ভাব হয়। তখন এই এক কাপ আদা দিয়ে চা খেলে সেই বমি বমি ভাবটা কেটে যাবে। অনেক রোগ যেমন পেট ব্যাথা হলে কী খাবেন আপনারা তখন বুঝতে পারেননা। আাদা দিয়ে চা খেলে পেট ভালো থাকবে। হাতে পায়ে ব্যাথা হলে বা মাথা যন্ত্রণা করলে আদা দিয়ে চা খান।

Advertisements

Related Articles

Back to top button