অফবিট

নিজের জন্মদিন পালন করছে এই ভাবে, জানলে আপনিও ভয় পেয়ে যাবেন!

Advertisement

জন্মদিন আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। এই দিনটিতেই প্রথমবার আমরা আমাদের মায়ের কোলে উঠেছি। যে মানুষটার পেটের ভেতর থেকে 9 মাস ধরে অনুভব করেছি ঠিক সেই মানুষটার কোলে সেই দিন আমরা উঠেছি। জন্মদিন নিয়ে বাচ্চা থেকে বড় সবারই একটা উৎসাহ থাকে। জন্মদিন আসার দু-তিন মাস আগে থেকেই আমরা দিন গুনতে শুরু করি কবে আসছি আমাদের র্বাথ ডে। আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমাদের প্রত্যেক বারের জন্মদিন একটু অন্যরকম কিছু করবার। যা সবার জন্মদিন থেকে একটু হলেও আলাদা করে দেয়।

ভারতের উত্তরপ্রদেশে এমন এক বিরল ঘটনা দেখা গিয়েছে যা দেখে সবার টনক একেবারে নড়ে গেছে। সম্প্রতি এক ভিডিওতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের এক যুবক বন্দুক দিয়ে গুলি করে তার জন্মদিন সেলিব্রেট করছে। তরুণটি সেই ভিডিও ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রতিটি সামাজিক যোগাযোগে বেশ ভাইরাল হয়ে শোরগোল ফেলে দিয়েছে।

গত বুধবার উত্তর প্রদেশের বাগপত জেলার সারুরপুর খেরকি গ্রামে এই যুবক কেকে গুলি করে তার জন্মদিন পালন করেছে। কলকাতার এক দৈনিক পত্রিকা আনন্দবাজার পত্রিকায় তাদের অনলাইন প্রতিবেদনে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এই পত্রিকায় দাবি করেছে যে, এই অভিনবত্ব ভাবে জন্মদিন সেলিব্রেট করাতে চারিদিকে বেশ আতঙ্কের ছায়া নেমে এসেছে।

ভিডিওটিতে দেখা গিয়েছে যে, প্ল্যানমাফিক সেই ছেলেটির সমস্ত বন্ধু একত্রিত হয় র্বাথ ডে সেলিব্রেশন এর জন্য প্রস্তুত ।আর সেই সময় ছেলেটি একটি দেশি পিস্তল হাতে নিয়ে আকাশে শুট করে তারপর কেক কাটছে। এরপর তার সমস্ত বন্ধুরা তাকে শুভেচ্ছা জানাই।

এই সমস্ত কিছু দেখবার পর বাগপত এলাকার পুলিশদের টনক নড়ে যায়। উনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে এবং ব্যবহার করবার অভিযোগের খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে ।তবে এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি তারা এখনও গ্রেপ্তার হয়েছে কিনা।

Related Articles

Back to top button