খেলাক্রিকেট

Zaheer Khan: জহির খান বিয়ে করেছিলেন বলিউডের এই সুন্দরীকে, অভিনয় করেছেন শাহরুখ খানের বিপরীতে

২০১৭ সালে জাহির খান যখন দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক ছিলেন, সেই সময় তিনি সাগরিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন।

Advertisement
Advertisement

ভারতীয় ক্রিকেট এবং বলিউডের মধ্যে যে ওতপ্রোত সম্পর্ক রয়েছে তা কারো অজানা নয়। ইতিপূর্বে একাধিক ভারতীয় ক্রিকেটার বলিউড অভিনেত্রীর কাছে বোল্ড আউট হয়েছেন। এই তালিকায় যেমন কোহলি-অনুষ্কা কিংবা যুবরাজ সিং-হেজেলের নাম রয়েছে তেমনি ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খান নাম লিখিয়েছেন এই তালিকায়। জাহির খান ২০১৭ সালে বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘চক দে ইন্ডিয়া’তে শাহরুখ খানের সাথে কাজ করে বেশ সুনাম কুড়িয়েছিলেন সাগরিকা। ২০১৭ সালের নভেম্বরে, জহির খান বলিউডের সুন্দরী অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন।

Advertisement
Advertisement

তবে সাগরিকার আগে জাহির খান অন্য এক বলিউড অভিনেত্রী সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। বলিউড অভিনেত্রী ইশা শরভানির সঙ্গে আট বছর সম্পর্কে থাকার পর, ২০১১ বিশ্বকাপের সময় তাদের বিয়ের খবর আসে, তবে কয়েক বছরের মধ্যে তাদের সম্পর্কের ইতি ঘটে। ইশা শরভানির পর জহির খানের জীবনে আসেন সাগরিকা ঘাটগে। ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বিয়েতে গিয়ে সাগরিকার সাথে পরিচয় ঘটে জাহির খানের। এরপর ধীরে ধীরে জাহির খান এবং সাগরিকার মধ্যকার সম্পর্কের বন্ডি বাড়তে থাকে এবং একপর্যায়ে তাদের সম্পর্কের বিষয়টি সামনে আসে।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি, ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে প্রীতি সবরওয়ালের ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান সাগরিকা। মহারাষ্ট্রের কোলহাপুরে জন্ম নেওয়া সাগরিকা ২০০৭ সালে শাহরুখ খানের সঙ্গে ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে হকি খেলতে দেখা যায়। এরপর ২০০৯ সালে ‘ফক্স’ ছবিতে উর্বশী মাথুর চরিত্রে অভিনয় করেন তিনি। সাগরিকা ‘ফিয়ার ফ্যাক্টর: খতরন কে খিলাড়ি (সিজন-৬)’-এ ছোট পর্দায়ও অভিনয় করেছেন। এছাড়া বিভিন্ন সময় তিনি বিভিন্ন ম্যাগাজিনে মডেল হিসেবে কাজ করেছেন।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, ২০১৭ সালে জাহির খান যখন দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক ছিলেন, সেই সময় তিনি সাগরিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। তবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে দীর্ঘদিন ধরে সাগরিকার সঙ্গে ডেট করছিলেন। আপনারা জানলে আরও অবাক হবেন যে, সাগরিকা ঘাটগেকে রাজবংশে জন্মগ্রহণ করেন।

Advertisement

Related Articles

Back to top button