নিউজদেশ

IRCTC থেকে এবার সবসময় পাবেন কনফার্ম টিকিট! বুকিং এর সময় করুন এই অপশনে ক্লিক

Indian Railway প্রতিনিয়ত যাত্রী পরিষেবা উন্নত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে

×
Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। দূরে কোথাও যেতে হলে এক্সপ্রেস ট্রেনে আগে থাকতেই ট্রেনের টিকিট বুক করতে হয়। তবে অনেক সময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। তবে IRCTC অ্যাপে টিকিট বুকিং করার সময় বেশ কিছু টোটকা মেনে চললে আপনি নিশ্চিত কনফার্ম টিকিট পেতে পারেন। কি করতে হবে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

Advertisements
Advertisement

নিশ্চিত কনফার্ম টিকিট পেতে গেলে IRCTC অ্যাপে টিকিট বুক করার সময় বেশ কয়েকটি জিনিসের খেয়াল রাখতে হবে আপনাকে। প্রথমত, আপনি অনলাইনে যেই ডিভাইসের মাধ্যমে টিকিট বুক করতে চাইছেন তাতে ফাস্ট ইন্টারনেট আছে নাকি, তা আগে থাকতেই যাচাই করে নিতে হবে। স্লো ইন্টারনেটে টিকিট বুক শুরু করলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দ্বিতীয়ত, আপনি যদি এসিতে তৎকাল টিকিট কাটতে চান তাহলে ঠিক সকাল ৯:৫৮ তে IRCTC অ্যাপে লগইন করুন। কারণ ১০:০০ টায় AC তৎকাল বুকিং শুরু হয়। স্লিপার ক্লাসে তৎকাল টিকিট বুক করার সময় সকাল ১১টা। এই ক্ষেত্রে ১০:৫৮ এ লগইন করুন।

Advertisements

এরপর সবচেয়ে জরুরী জিনিস হল টিকিট বুক করার আগেই একটি মাস্টার তালিকা প্রস্তুত করুন যাতে টিকিট বুকের প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন থাকবে। আগে থাকতেই আইআরসিটিসি ওয়েবসাইটে ‘মাই প্রোফাইল’ সেক্টরে মাস্টার তালিকা তৈরি করে নিন। নাম, বয়স, আইডি কার্ড এবং জন্মগত পরিচয়পত্রের মতো জিনিসগুলি পূরণ করে যাত্রীদের একটি তালিকা তৈরি করুন। এরপর টিকিট বুকিং এর সময় মাত্র এক ক্লিক করেই আপনার সমস্ত বিবরণ আপনি মুহূর্তের মধ্যে পূরণ করে নিতে পারবেন। এই তিনটি বিষয় মেনে চললেই আপনি আইআরসিটিসি অ্যাপ থেকে নির্দ্বিধায় কনফার্ম টিকিট পেয়ে যেতে পারবেন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button