দেশনিউজ

জেনে নিন, নভেম্বরে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে?

Advertisement
Advertisement

নয়াদিল্লি: অক্টোবর ও নভেম্বর মাস মূলত উৎসবের মাস। তাই স্বাভাবিকভাবেই এই দুটো মাসে অনেক বেশি পরিমাণে ছুটি থাকে। আর সেই সব ছুটিতে সাধারণত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। এমনকি বন্ধ থাকে ব্যাঙ্কগুলিও। এ মাসেও তার অন্যথা হবে না। উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নভেম্বর মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক।

Advertisement
Advertisement

এ মাসেই রয়েছে দেওয়ালি ও গুরু নানকদেবের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি। এছাড়াও রয়েছে রবিবার ও মাসের দুই শনিবার ছুটির দিন।কেন্দ্রীয় সরকারের সব ছুটির দিনে বন্ধ থাকে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। ফলে ওইসব দিনের কথা জেনেই  আপনাকে ব্যাঙ্কের কাজকর্ম করে নিতে হবে।

Advertisement

এবার এক ঝলকে দেখে নিন এ মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।….

Advertisement
Advertisement

● আগামী ১, ৮, ১৫, ২২, ২৯ নভেম্বর পড়ছে রবিবার। তাই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

● ১৪ নভেম্বর দ্বিতীয় শনিবার ও দেওয়ালি। আর ২৮ নভেম্বর পড়ছে চতুর্থ শনিবার। তাই এই দুটি দিনেও বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি।

● ৩০ নভেম্বর পড়েছে গুরু নানকদেবের জন্মজয়ন্তী। ওইদিন সরকারি ছুটি। তাই এই দিনেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।

তবে এ মাসে ছুটির দিনগুলি প্রয়োজনে বদল হতেও পারে।

Advertisement

Related Articles

Back to top button