নিউজদেশ

অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুলতে পারবেন ১০,০০০ টাকা, এক্ষুনি খুলুন এই বিশেষ অ্যাকাউন্ট

দেশবাসীর জন্য মোদি সরকারের এক অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল জন ধন অ্যাকাউন্ট

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার মাঝে মাঝেই বিভিন্ন জনহিতকারী প্রকল্প আনে সাধারণ মানুষের জন্য। ভোটের আগে হোক কি নির্বাচনী চমকের জন্য প্রায় প্রত্যেক সরকার এরকম প্রকল্প আনতেই থাকে। আসলে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিচার করে তাদের উপযুক্ত সুযোগ-সুবিধা দেওয়াই তো এক ভালো সরকারের কাজের নিদর্শন। দেশবাসীর জন্য মোদি সরকারের এক অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল জন ধন অ্যাকাউন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে তার স্বাধীনতা দিবসের ভাষণে জন ধন যোজনা চালু করার ঘোষণা করেছিলেন।

Advertisement
Advertisement

এই স্কিমটি ২০১৮ সালের 2৮ আগস্ট শুরু হয়েছিল। এই স্কিমের অধীনে, ৬ জানুয়ারী, ২০২১ এর মধ্যে, জন ধন অ্যাকাউন্টের মোট সংখ্যা বেড়ে ৪১.৬ কোটি হয়েছে। আপনার কাছে যদি এই অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বিরাট সুবিধা পেতে চলেছেন। এই অ্যাকাউন্ট জিরো ব্যালান্সই খোলা যায়। এর পাশাপাশি আপনার কাছে যদি এক টাকাও না থাকে তাহলেও আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সর্বাধিক ১০ হাজার টাকা পর্যন্ত তুলে নিতে পারবেন। পাশাপাশি এই একাউন্টের সাথে পাবেন রূপে ডেবিট কার্ড যার মাধ্যমে আপনি এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি কেনাকাটার সময়তেও ব্যবহার করতে পারবেন।

Advertisement

জন ধন যোজনার অধীনে ১০ বছরের কম বয়সী শিশুর অ্যাকাউন্টও খোলা যেতে পারে। এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুললে, আপনি Rupay ATM কার্ড, ২ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার, ৩০ হাজার টাকার লাইফ কভার এবং জমার পরিমাণের সুদ পাবেন। এতে আপনি ১০ হাজারের ওভারড্রাফ্টের সুবিধাও পাবেন। এছাড়া এতে কোনরকম নূন্যতম ব্যালেন্স বজায় রাখতে হবে না। যেকোনো ব্যাংকে আপনি এই একাউন্ট খুলতে পারবেন।

Advertisement
Advertisement

জন ধন অ্যাকাউন্ট খুলতে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি জমা করতে হবে কেওয়াইসি সম্পন্ন করার জন্য। যেকোনো ব্যাংকে এই একাউন্ট খোলা যাবে। এই ব্যাংক একাউন্ট খুলতে কোনরকম চার্জ দিতে হবে না। ১০ বছরের বেশি যেকোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবে।

Advertisement

Related Articles

Back to top button