রিজার্ভেশন ছাড়াই এবার করুন স্লিপার ক্লাসে ভ্রমণ, জরিমানা করবে না TTE, নতুন নিয়ম আনলো Indian Railway

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। তাদের জানা উচিত রেলের সমস্ত নতুন নিয়ম। তবে আপনি শুনলে অবাক হবেন যে এবার থেকে বিনা টিকিটে আপনি ভ্রমণ করতে পারবেন এবং তাতে আপনাকে কোনো জরিমানা দিতে হবে না। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আসলে অনেক সময় হটাৎ করে কোথাও যাত্রার দরকার পড়ে। সেক্ষেত্রে অনেকে ততকাল রিজার্ভেশন করেন। কিন্তু ততকাল রিজার্ভেশন করার সুযোগ না থাকলে এখন আপনি বিনা টিকিট কেটে ভ্রমণ করতে পারেন। এই বিষয়ে নতুন নিয়ম এনেছে ভারতীয় রেলওয়ে। এখন যাত্রীরা প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ট্রেনে তাদের যাত্রা শুরু করতে পারবেন। তবে অবশ্য এরপরে তাকে টিকিট তৈরির জন্য টিকিট চেকারের কাছে যেতে হবে। প্ল্যাটফর্ম টিকেট কেনার পর যাত্রা শুরু করার সাথে সাথে একজনকে TTE-এর সাথে যোগাযোগ করতে হবে। রেলওয়ের এই নিয়ম অনুযায়ী, প্ল্যাটফর্ম টিকেট আপনাকে শুধু প্ল্যাটফর্মে যাওয়ার নয়, ট্রেনে ওঠারও অধিকার দেয়।

অনেক সময় ট্রেনে কোনও আসন খালি থাকে না, তবুও যাত্রীরা তাদের যাত্রা চালিয়ে যেতে পারেন। রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেনে যদি কোনো আসন খালি না থাকে তাহলে TTE আপনাকে সংরক্ষিত আসন দিতে অস্বীকার করতে পারে, কিন্তু আপনাকে ভ্রমণ থেকে আটকাতে পারবেন না। নিয়ম অনুযায়ী, যদি যাত্রীর রিজার্ভেশন না থাকে তবে তিনি মাত্র ২৫০ টাকা জরিমানা দিয়ে তার গন্তব্যের জন্য টিকিট বুক করতে পারবেন। এ জন্য যাত্রীর নেওয়া টিকিটের মূল্য কেটে রেখে বাকি ভাড়া আদায় করা হবে।