নিউজদেশ

LPG গ্যাস সিলিন্ডার কিনে কত টাকা ভর্তুকি পান? এই সহজ উপায়ে চেক করতে পারবেন

রান্নার গ্যাসের দাম সাধারণ মানুষের বাজেটে ব্যাপক প্রভাব ফেলেছে

Advertisement
Advertisement

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে এই বছরের শেষে আপনি এই এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক কম দামে কিনতে পারবেন। সেটা উৎসবের জন্য হোক, কি আগামী বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহার হোক, গ্রাহকরা কম দামে এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে ব্যাপক খুশি।

Advertisement
Advertisement

যাদের নাম পিএম উজ্জ্বলা যোজনাতে অন্তর্ভুক্ত রয়েছে তারা এবার অনেক কম দামে গ্যাস সিলিন্ডার কিনে নিতে পারবেন। সাধারণ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ছিল ৯০৩ টাকা করে চলছে। তবে সরকার এই গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকিও দিচ্ছে। সরকার সম্প্রতি গ্যাস সিলিন্ডারের ওপর অতিরিক্ত ১০০ টাকা করে ভর্তুকি দিচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই আগস্ট মাস থেকে ২০০ টাকা করে গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকি দিত সরকার। কিছুক্ষেত্রে বর্তমানে গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাওয়া যাচ্ছে। তবে আপনি কি জানেন আপনি গ্যাস সিলিন্ডারের সাথে কত টাকা করে ভর্তুকি পান? জানতে চাইলে খুব সহজেই আপনার স্মার্টফোনে চেক করতে পারবেন।

Advertisement

১) প্রথমে mylpg.in-এ যান এবং ‘My LPG.in’-এ ক্লিক করুন।

Advertisement
Advertisement

২) এখানে PAHAL নামের পেজে যান যেখানে আপনি Indane, Bharat Gas, এবং HP Gas-এর অপশন পাবেন।

৩) আপনার গ্যাস কোম্পানির লোগোতে ক্লিক করুন এবং এগিয়ে যান।

৪) আপনার রাজ্য, জেলা এবং গ্যাস পরিবেশক কোম্পানি নির্বাচন করুন।

৫) নীচে স্ক্রোল করুন এবং নগদ খরচ স্থানান্তর বিকল্পে ক্লিক করুন।

৬) সিকিউরিটি কোড লিখুন এবং ‘প্রসিড’ এ ক্লিক করুন এবং আপনার ভর্তুকি তথ্য পান।

Advertisement

Related Articles

Back to top button