দেশনিউজ

দুই লক্ষ দিন আনা মানুষকে টাকা দেবে সরকার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement
Advertisement

করোনা নিয়ে ভারতের সব রাজ্যতেই সতর্কতা পালন করা হচ্ছে। গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাস পর্যন্ত ফ্রিতে রেশনে চাল দেবার কথা ঘোষণা করেন। সেরকম যাবেই বড় পদক্ষেপ নিলেন উত্তরপ্রদেশের সরকার। যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে সরকারের কাছে থাকা নথিতে ২লক্ষের  বেশি দিন আনা মানুষের একাউন্টে ১০০০ টাকা করে দেওয়া হবে।

Advertisement
Advertisement

উত্তরপ্রদেশে ২ লক্ষ ৩ হাজার ভি জনের শ্রম দফতরে নাম রয়েছে। তাদের প্রত্যেকের ব্যাঙ্ক একাউন্টে ১০০০ টাকা করে দেবে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩ ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত ২৫৮ ছাড়িয়েছে। শুক্রবার নতুন করে ৬৩ জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।

Advertisement

আরও পড়ুন : ‘জনতা কার্ফু’ সফল করতে রবিবার ৩,৭০০ এর বেশি ট্রেন বাতিল দেশ জুড়ে, সিদ্ধান্ত রেলের

Advertisement
Advertisement

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফ থেকে বলা হয়েছে যে ভারত এখনো স্টেজ ২-তে আছে। এর পরের ধাপ আরও ভয়ানক। সেখানে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও ক্রমাগত বাড়তে থাকবে। ভারত সরকার ২২ মার্চ জনতা কার্ফু জারি করেছে সংক্রমণের প্রভাব কমানোর জন্য। মানুষকে এখন বাইরে যেতে বারণ করা হচ্ছে। তাই দিনমজুর লোকেদের ক্ষেত্রে অসুবিধা হবে। সেক্ষেত্রে এই ১০০০ টাকা তাদের একাউন্টে পেলে তাদের কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button