টেক বার্তা

লিক হওয়া টায়ারেও বাইক চলবে ১০০ কিলোমিটার, নতুন অবতারে ফিরছে Yamaha RX100

Advertisement
Advertisement

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে Yamaha RX100 নতুন লুক নিয়ে পুনরায় বাজারে ফিরতে চলেছে। এটা সম্ভব যে এর নতুন মডেলটি স্পোর্টস বডিতে প্রস্তুত করা হবে এবং ফিচারগুলো আরো আধুনিক হবে। ইয়ামাহা আরএক্স ১০০ এর একটি পরীক্ষামূলক মডেল জাপানে লঞ্চ করা হয়েছে এবং শীঘ্রই ভারতেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এর আগে সংস্থাটি ভারতে তার চারটি নতুন এমটি সিরিজের স্পোর্টস বাইক লঞ্চ করতে পারে। এ জন্য অনেক আগেই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

Advertisement
Advertisement

১৯৮৫ সালে প্রথমবারের মতো আসা ইয়ামাহা আরএক্স১০০ ভারতীয় তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। ইয়ামাহা কোম্পানি নতুন স্টাইল ও লাইক এই মডেলটি উপস্থাপন করতে চলেছে। সংস্থাটি এই রেট্রো ডিজাইনের বাইকটিকে সম্পূর্ণ নতুন অবতারে উপস্থাপন করার পরিকল্পনা করছে। ইয়ামাহা আরএক্স১০০ বাইকে ২৫০ সিসি ইঞ্জিন থাকতে পারে। স্পোর্টস বাইক হওয়ায় ইয়ামাহা আরএক্স১০০-এ ও নিরাপত্তার বিশেষ যত্ন নেওয়া হবে।

Advertisement

Yamaha RX 100 New Model

Advertisement
Advertisement

নিরাপত্তার জন্য বাইকের উভয় টায়ারে ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল এবিএস থাকবে, যার সাহায্যে বাইকটি সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। টিউবলেস টায়ারের কারণে কঠিন রাস্তাতেও বাইকটি আপনাকে সঙ্গ দেবে। টায়ার লিক হলেও ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে বাইক। নতুন ইয়ামাহা আরএক্স ১০০ ভারতে কবে লঞ্চ হবে তা এখনও জানায়নি ইয়ামাহা। যদিও জল্পনা চলছে যে সংস্থাটি ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের গোড়ার দিকে এটি ভারতে চালু করতে পারে। ইয়ামাহা আরএক্স ১০০ এর আগমন ভারতে রয়্যাল এনফিল্ড, কাওয়াসাকি, কেটিএম এবং ইয়েজদির মতো সংস্থাগুলিকে চ্যালেঞ্জ করতে পারে, যদিও লঞ্চের পরেই অনুমান করা যাবে কোনটি ভাল। দাম হতে পারে আনুমানিক ৩ লক্ষ টাকা।

Advertisement

Related Articles

Back to top button