টেক বার্তা

এক চার্জেই চলবে ৮০০ কিলোমিটার! বছরের শেষে সেরা ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল শাওমি

প্রথমে যদি শাওমির এই ইলেকট্রিক গাড়ির ডিজাইন সম্পর্কে বলি, তবে এটি মূলত স্পোর্টস কার হিসেবে ডিজাইন করা হয়েছে।

Advertisement
Advertisement

নতুন বছরের আগেই গ্রাহকদের জন্য দারুন উপহার নিয়ে এলো চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি। তবে এবার গ্রাহকদের জন্য কোন নতুন স্মার্টফোন নয়, বরং বাজারের সেরা ইলেকটিক গাড়ি লঞ্চ করে গ্রাহকদের অবাক করে দিল চীনা এই সংস্থাটি। আজ অর্থাৎ ২৮শে ডিসেম্বর ইভি টেকনোলজি লঞ্চ ইভেন্টে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি SU7 আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করেছে শাওমি। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, শাওমি SU7 ইলেকট্রিক গাড়িতে কি ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisement
Advertisement

প্রথমে যদি শাওমির এই ইলেকট্রিক গাড়ির ডিজাইন সম্পর্কে বলি, তবে এটি মূলত স্পোর্টস কার হিসেবে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি স্পোর্টস কার পছন্দ করেন, তাদের কথা বিবেচনা করে প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে শাওমি। আমরা আপনাদের বলি, শাওমি SU7 দুই ধরনের কনফিগারেশনে তাদের গাড়ি লঞ্চ করেছে। এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্টে ৭৩.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং এর টপ-লাইন ভ্যারিয়েন্টে ১০১ কিলোওয়াট ব্যাটারি প্যাক সহ গাড়ি লঞ্চ করেছে শাওমি।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, শাওমের প্রথম ইলেকট্রিক গাড়ির টপ ভ্যারিয়েন্টের গাড়িটি সিঙ্গেল চার্জে ৮০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে। তাছাড়া এই গাড়িটি সর্বোচ্চ ২৬৫ কিলোমিটার গতিতে ছুটতে পারবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। এখানেই শেষ নয়, ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে শাওমির এই গাড়িটি সময় নেবে মাত্র ১০.৬৭ সেকেন্ড।

Advertisement
Advertisement

শাওমির প্রথম ইলেকট্রিক গাড়ি উন্মোচন অনুষ্ঠানে কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের শেষের দিকে V8 নামে গাড়িটির একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করবে। যাতে থাকবে ১৫০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যেটি ১,২০০ কিলোমিটার রেঞ্জ দেবে বলে অনুমান করেছেন কোম্পানিটির কর্মকর্তারা। এছাড়া, শাওমি SU7 গাড়িটি খুব শীঘ্রই বিক্রির জন্য চীনা বাজারে উপলব্ধ হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisement

Related Articles

Back to top button