WTC Final 2023: “আইপিএলে বাঘ, ইংল্যান্ডে বিড়াল!” ব্যর্থ গিলকে ধুইয়ে দিলেন সমর্থকরা

এ যেন ম্যাচের শুরু থেকেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আইসিসি ট্রফি জয়ের এত কাছে এসেও বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভুলে ১০ বছরের খরা কাটলো না ভারতের। ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার…

Avatar

এ যেন ম্যাচের শুরু থেকেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আইসিসি ট্রফি জয়ের এত কাছে এসেও বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভুলে ১০ বছরের খরা কাটলো না ভারতের। ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নেমে একের পর এক ভুল করে বসলেন ভারতের তারকা ক্রিকেটার। প্রথমে রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলেও দ্বিতীয় দিনে ভারতীয় বোলাররা দুর্দান্তভাবে কাম ব্যাক করেন ম্যাচে। তবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে গিয়ে বড় ভুল করে বসেন ভারতের টপ অর্ডার ব্যাটিং লাইনআপ।

গত ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছে ভারত। যেখানে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে রোহিতের সিদ্ধান্ত যে কতটা ভুল তা প্রমাণ করে দেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ভারতের সামনে 469 রানের বিশাল লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। যে লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেন ভারতীয় ব্যাটসম্যানরা।

এদিকে ভারতের ব্যাটিং ভরাডুবি হওয়ার সাথে সাথে তাদেরকে নিয়ে সমালোচনায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে আইপিএলের শীর্ষ পারফর্মার তথা শুভমান গিলকে নিয়ে রীতিমতো হাসিঠাট্টায় মেতেছেন তারা। ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৩ রান করে আউট হয়ে যান গিল। তার এভাবে আউট হওয়ার পর ভক্তদের ক্ষোভ চরম পর্যায়ে পৌঁছে যায়। তাকে নিয়ে সমালোচনা করতে গিয়ে ক্রিকেট প্রেমীরা লিখেছেন,’আইপিএলের বাঘ টেস্ট বিশ্বকাপে বিড়াল।’ আবার কেউ কেউ লিখেছেন,’সারা জীবন শুধু আইপিএল খেলে যাও।’ আমরা আপনাদের জানিয়ে রাখি, ৪৬৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৫১ রান করেছে ভারত।