আন্তর্জাতিকনিউজ

আরও ভয়ানক পরিস্থিতি বিশ্বে, আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষের বেশি, মৃত লক্ষাধিক

Advertisement
Advertisement

করোনার করাল গ্রাসে গোটা বিশ্ব। দিনের পর দিন বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। আর তারই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কিন্তু একটু হলেও স্বস্তির খবর যে সুস্থ হয়ে উঠছেন বহু মানুষ। করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৮৪ হাজার ৮৩৩ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ২ হাজার ১৩৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষের কাছাকাছি।

Advertisement
Advertisement

বিশ্বে সবথেকে ভয়ানক অবস্থা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকায়। সেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৫৯৭ জন। আর আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে শীর্ষে, আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৩৩ হাজার ৫২৯ জন।

Advertisement

বিশ্বে যে সমস্ত দেশগুলিতে করোনার প্রভাব সবচেয়ে বেশি, সেই দেশগুলির পরিসংখ্যান নিচে দেওয়া হল-

Advertisement
Advertisement

১) আমেরিকা= আক্রান্ত- ৫,৩৩,২৫৯ জন, মৃত- ২০,৫৯৭ জন, সুস্থ- ৩১,৯১৭ জন।

২) স্পেন = আক্রান্ত- ১,৬৩,০২৭ জন ,মৃত- ১৬,৬০৬ জন, সুস্থ- ৫৯,১০৯ জন।

৩) ইতালি = আক্রান্ত- ১,৫২.২৭১ জন, মৃত- ১৯,৪৬৮ জন, সুস্থ- ৩২,৫৩৪ জন।

৪) জার্মানি = আক্রান্ত- ১,২৫,৪৫২ জন, মৃত- ২,৮৭১ জন, সুস্থ- ৫১,৮৫৩ জন।

৫) ফ্রান্স = আক্রান্ত -৯৩,৭৯০ জন, মৃত- ১৩,৮৩২ জন, সুস্থ- ২৬,৭৯১ জন।

ভারতে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৮ হাজার ৩৫৬ জন। মারা গেছেন ২৭৩ জন।

Advertisement

Related Articles

Back to top button