দেশনিউজ

এনডিএ না ছাড়লে সেনাকে সমর্থনে না এনসিপি’র

Advertisement
Advertisement

নয়ন ঘোষ : রবিবার রাজ্যপাল ভগবত সিংহ কাসিয়াড়ির সঙ্গে দেখা করে সরকার গড়তে না পারার কথা জানিয়ে দিয়েছে বিজেপি। রাজ্যপাল তাই সরকার ঘোথনের জন্য আসবেন জানিয়েছেন শিবসেনা। যার ফলে সরকার গঠনের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়েছে শিবসেনার কাছে। কিন্তু গলদ বাঁধিয়েছে এনসিপি।

Advertisement
Advertisement

সেনা এনডিএ জোট না ছাড়লে এনসিপি সমর্থন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আর তাতেই মারাঠা মুলুকে সরকার গঠন নিয়ে নাটক আরো জমে উঠছে।

Advertisement

আরও পড়ুন :  অযোধ্যা মামলার রায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘বিতর্কিত পোস্ট’, আটক ৩৬ জন

Advertisement
Advertisement

এনসিপি নেতা নবাব মালিক জানিয়েন, শিবসেনা রয়েছে এন ডি এ জোটে। নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভায় তাদের একজন মন্ত্রী রয়েছে। ফলে সেনা এনডিএ জোট না ছাড়া পর্যন্ত পরিস্থিতির ওপর নজর রাখবে এনসিপি।

শরদ পাওয়ারের দলের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত শিবসেনার তরফে সরকার গঠনে সমর্থন জানানোর জন্য আহ্বান জানানো হয়নি। তবে আমরাও চাই না যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক। তাই প্রস্তাব আসলে অবশ্যই তা নিয়ে আলোচনা হবে।

Advertisement

Related Articles

Back to top button