নিউজরাজ্য

আগামী সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে নির্বাচনের দিন, ইঙ্গিত সুব্রত মুখোপাধ্যায়ের

আগামী ১০ দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে নির্বাচনের দিন, ইঙ্গিত সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)

Advertisement
Advertisement

আগামী ১০ দিনের মধ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আসন্ন বাংলা ভোট। আসন্ন বিধানসভা ভোটের নিয়ে ময়দানে ইতিমধ্যেই নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। ভোট কবে তা যদিও এখনও জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে আগামী ১০ দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে নির্বাচনের দিন। এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

Advertisement
Advertisement

নবান্নে একটি সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) বলেন, পুরসভা নির্বাচন করাতে প্রস্তুত বাংলা সরকার। আদালত যেভাবে বলবে সেভাবেই নির্বাচন হবে। কিন্তু আগামী ১০ দিনের মধ্যে পুননির্বাচন সম্ভব নয় কারণ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতায় পুরসভা ভোট করানোর নির্দেশ দেওয়া হয়েছিল অনেক আগেই। গতকাল কলকাতার সাথে রাজ্যের যে সমস্ত জায়গায় পুরভোট বাকি, সেই সব জায়গায় নির্বাচনের প্রস্তুতির সমস্ত কাজ শেষ করে ভোত করানোর নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের ১১২ টি পুরসভার নির্বাচনের প্রস্তুতি দ্রুত সরাতে হবে বলেই নির্দেশ। পুর নির্বাচন নিয়ে হাইকোর্ট মোট দুই মামলা হয়েছিল। এই দিন মামলার শুনানির পরে অবিলম্বে ভোটের প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে।

Advertisement
Advertisement

২০১৮ সালের ১০ ডিসেম্বর হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়েছে। দায়িত্বে বসেছেন প্রশাসক। পরবর্তীতে রাজ্যের ১১১টি পুরসভারও মেয়াদ শেষ হয়েছে। সবকটির মাথায় রয়েছে প্রশাসক। ফলে ব্যাহত হচ্ছে কাজ। সেই কারণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায়ে নির্দেশ বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মোহাম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়েছে।

Advertisement

Related Articles

Back to top button