টেক বার্তা

আর সাথে রাখতে হবে না ডেবিট কার্ড, কার্ড ছাড়াই এই উপায়ে ATM থেকে টাকা তুলুন, জানুন পদ্ধতি

স্মার্টফ নে UPI সাপোর্ট কোনো অ্যাপ থাকলেই টাকা তোলা যাবে

Advertisement
Advertisement

আজকাল ডিজিটাল ইন্ডিয়ায় সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ রাখেন। তাই দরকারে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলতে হয়। তবে এবার টাকা তুলতে আর ব্যবহার করতে হবে না ডেবিট কার্ডও। দেশে প্রথম UPI এটিএম চালু হয়েছে। আসলে, হিটাচি লিমিটেডের একটি সহযোগী সংস্থা হিটাচি পেমেন্ট সার্ভিসেস UPI এটিএম চালু করেছে। এই পরিষেবা বিশ্বমাঝে সমাদৃত হচ্ছে। ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় UPI-এর হোয়াইট লেবেল এটিএম হিসাবে চালু করা হয়েছে। এই ATM ব্যবহারকারীরা একাধিক অ্যাকাউন্ট থেকে UPI-এর মাধ্যমে পেমেন্ট করার সুবিধা পাবেন।

Advertisement
Advertisement

এবার প্রশ্ন কি করে ব্যবহার করতে হবে এই UPI ATM? আপনাদের জানিয়ে রাখি এই এটিএম ব্যবহার করতে কোনো ডেবিট কার্ড লাগবে না। শুধুমাত্র আপনার স্মার্টফোন UPI সাপোর্ট কোনো অ্যাপ থাকলেই হবে। শুধুমাত্র স্মার্টফোন নিয়ে গেলেই এবার এটিএম থেকে টাকা পেয়ে যাবেন। এই প্রসঙ্গে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে দেখানো হচ্ছে কি করে একজন এই UPI ATM ব্যবহার করবেন। প্রথমে এই ATM এর টাচস্ক্রিন প্যানেলে UPI Cardless Cash অপশনে ক্লিক করতে হবে। এরপর ওই স্ক্রিনে একটি উইন্ডো খুলবে যাতে ১০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা তোলার বিকল্প দেখাবে। এরপর আপনি সিলেক্ট করলে একটি QR কোড আসবে। ওই কোড আপনার স্মার্টফোনের UPI অ্যাপ দিয়ে স্ক্যান করলেই টাকা তুলতে পারবেন।

Advertisement

এই UPI ATM ভারতের বুকে পেমেন্ট ব্যবস্থা অনেক সুরক্ষিত ও সহজ করে তুলবে। এতে টাকা তোলার পরিমাণ বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই UPI ATM এর ব্যবহার করলে কার্ড জালিয়াতির আর ভয় থাকবে না। এই ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button