Today Trending Newsনিউজরাজ্য

NGO ব্যবহার করে, বাংলায় আধার কার্ডের তথ্য সংগ্রহ করছে বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার অভিযোগ করেছেন যে, বিজেপি বিভিন্ন বেসরকারী সংস্থাগুলিকে (এনজিও) ব্যবহার করে জনসংখ্যার তথ্য সংগ্রহ করছে। তিনি এই বিষয়ে পশ্চিমবঙ্গের মানুষদের সচেতন থাকার কথা বলেছেন। নিজেদের ব্যক্তিগত তথ্য কারও সাথে শেয়ার করার আগে ভালো করে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement
Advertisement

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি সাধারণ মানুষদের তাদের আধার কার্ড নম্বর জমা দেওয়ার জন্য বলছে। ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় এটি ঘটেছে।কিছু এনজিও অর্থের বিনিময়ে বিজেপির পক্ষে এটি করছে। এগুলি ধর্মীয় মৌলবাদী সংগঠন। সতর্ক হোন, প্রতিটি এলাকায় এই বার্তা ছড়িয়ে দিন।’

Advertisement

আরও পড়ুন : বাম-কংগ্রেস এর সমর্থন, বিধানসভায় CAA বিরোধী বিল পাশ বাংলায়

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি নিজে লিফলেট দেখেছি। এটিতে বিজেপির নাম রয়েছে এবং এটিতে বিজেপি তাদের পার্টি অফিসে সাধারণ মানুষদের তাদের আধার কার্ডের তথ্য জমা দিতে বলেছে।’ ‘কেউ কেন বিজেপির কাছে তাদের আধার কার্ডের তথ্য জমা দেবে?’ এই প্রশ্নও করেন সভা থেকে মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে বিজেপির ঝাড়গ্রাম জেলা শাখার সভাপতি সুখাময় সাথপথি বলেছেন যে, তারা সত্যই মানুষের আধার নম্বর দেওয়ার জন্য লিফলেট প্রকাশ করেছে। তিনি বলেন, ‘তবে আমরা লোক শিল্পীদের ভাতা বিতরণে দুর্নীতি প্রকাশের জন্য এটি চেয়েছিলাম। বাদ পড়া বৈধ সুবিধাভোগীদের একটি তালিকা আমরা জমা দেব। এই প্রকল্পের জন্য যোগ্য নয় এমন লোকেরা অর্থ পাচ্ছে এবং আমরা তা প্রকাশ করতে চাই। এই জন্যেই এই লিফলেট প্রকাশ করা। মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছেন সকলকে।’

নেতাজি ইন্দোরের সভা থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার বেসরকারীকরণের জন্য কেন্দ্রের সমালোচনা করেন। তিনি বলেন, ‘ কেন্দ্র সব বিক্রি করে দিচ্ছে। এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, রেলপথ এবং অর্ডিন্যান্স কারখানা সবই বিক্রি হয়ে যাচ্ছে।’ এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তার দলের ট্রেড ইউনিয়ন শাখা মঙ্গলবার থেকে কলকাতার এসপ্ল্যানেডে দুদিনের একটি বিক্ষোভের আয়োজন করবে।

Advertisement

Related Articles

Back to top button