বাংলা সিরিয়ালবিনোদন

রাধিকা কি সত্যি চলে যাবে কর্ণের জীবন থেকে? কি ঘটতে চলেছে কর্ণ-রাধিকার জীবনে?

×
Advertisement

জি বাংলার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কি করে বলবো তোমায় ‘-এর সেটে এখন চলছে জমজমাট ড্রামা। কর্ণ ও রাধিকার মনোমালিন্য চরম আকার ধারণ করেছে। রাধিকা এখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বাড়ির মহিলারা বারবার আটকানোর চেষ্টা করলেও রাধিকা তার সিদ্ধান্তে অনড়। দর্শকদের কাছে এখন একটাই প্রশ্ন,তাহলে সত্যিই কি রাধিকা চলে যাবে কর্ণের জীবন থেকে!

Advertisements
Advertisement

প্রসঙ্গত,এই সিরিয়ালে বিবাহ পর্বের পর থেকে শুরু হয়েছে তুমুল মনোমালিন্য। এই মনোমালিন্য প্রথমে ছিল কর্ণ ও তার মায়ের মধ্যে। রাধিকা কর্ণ ও তার মায়ের মনোমালিন্য মিটিয়ে দুজনকে কাছাকাছি আনে। কর্ণের মা রাধিকাকে বাড়ির আদর্শ বৌ হিসাবে মেনে নেন। এর মধ্যেই রাধিকা ও কর্ণের জীবনে প্রবেশ করে তৃষা।

Advertisements

Advertisements
Advertisement

এত সমস্যার মধ্যে দর্শক এখন অপেক্ষায় রাধিকা ও কর্ণের বস-এমপ্লয়ি সম্পর্ক কবে দাম্পত্য সম্পর্কে পরিবর্তিত হবে,কবেই বা তাঁরা রাধিকা ও কর্ণের রোমান্টিক রসায়ন দেখতে পাবেন!

Related Articles

Back to top button