নিউজপলিটিক্সরাজ্য

কেন দল ছাড়ছেন নেতারা? সমস্যা কি? পিকে কে প্রশ্ন মমতার 

Advertisement
Advertisement

লোকসভা নির্বাচনের পরে তৃণমূল তাকে নিয়ে এসেছিল ড্যামেজ কন্ট্রোল করতে। কিন্তু কাজ হল উলটো। ড্যামেজ কন্ট্রোল তো দূরের কথা, বেড়েই চলেছে ড্যামেজ। তার উপরেই ক্ষুব্ধ দলের নেতারা। হ্যাঁ, ঠিকই ভাবছেন, কথা হচ্ছে প্রশান্ত কিশোরকে নিয়ে। সাথে দল ত্যাগ করেছেন একধিক নেতা। সংখ্যা বেড়ে চলেছে প্রতিদিনই। তা আর ঠেকানো যাচ্ছেনা কৌশলের মাধ্যমে। সবুজ শিবির ছেড়ে ক্রমে গেরুয়ার পথে হাটছেন শাসক শিবিরের নেতারা। এমন অবস্থায় কালিঘাটের বাড়িতে কোর কমিটি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এইবার পিকের সাথেও কথা বলেন তৃণমূল নেত্রী।

Advertisement
Advertisement

দলের এই ভাঙন নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েন প্রশান্ত কিশোর। এইদিন কোর কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চান,” কেন এমন হচ্ছে? সমস্যাটা ঠিক কোথায়? এইসব এর কারণ কি?”। পিক কে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেন তার মতামত। এরকম প্রশ্নের উত্তরে পিকে বলেন, ” গেরুয়া শিবির বিভিন্ন এজেন্সি ভয় দেখাচ্ছে। আর তা ছাড়াও অনেকে লোভে পড়ে করছে এরকম।” এমন উত্তর পেয়ে তৃণমূল দল নেত্রী বলেন,” বাকি যারা আছেন তারা দলের বাকিদের বোঝান।” অর্থাৎ আরো সমস্যা আসতে পারে বলে অনুমান করছেন তৃণমূল দলের নেত্রী।

Advertisement

তবে পিকে কে রেখে লাভ কোথায়? রাজনৈতিক স্তরে উঠেছে প্রশ্ন। অন্যদিকে আইপ্যাকের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষুব্ধ নেতা শীলভদ্র। তার বক্তব্য, একটি বেসরকারি সংস্থা বলে দিচ্ছে নেতারা কি করবেন ৷ সেই সংস্থার কর্মীরা এসে বলছে এটা করুন, সেটা করবেন না। ভোটের কথা আপনাকে চিন্তা করতে হবেনা। ভোটের দিক ভাবা আমাদের কাজ। আমরা সেই জন্য টাকা পেয়েছি, আমরা জিতিয়ে আনব। ভোট কি এভাবে হয়?” তিনি এই সমস্ত কথা সামনে বললেও, অনেকে বলেননি। কেবল দল ত্যাগ করছেন তারা। ফলে শাসক দলে বেড়েছে চিন্তা। প্রশান্ত কিশোরের ওপর উঠেছে প্রশ্ন।

Advertisement
Advertisement

অন্যদিকে এইদিন নেত্রী বলেছেন,”কে দলে থাকলো, কে গেল, তা নিয়ে তৃণমূল একেবারেই উদ্বিগ্ন নয়। যারা যাচ্ছেন, তারা দলের বোঝা হয়ে দাড়িয়েছেন।” এইদিন তিনি আরও বলেছেন,” দলের হেরে যাওয়ার কোনো আশঙ্কাই নেই। জমি ছাড়া যাবেনা এক ইঞ্চিও। আমাদের হাতিয়ার উন্নয়ন। আর তাকে কেন্দ্র করেই জয় লাভ করব আমরা।”

Advertisement

Related Articles

Back to top button