দেশনিউজ

রবিবার কখন, কিভাবে দেখবেন সূর্যগ্রহন, রইলো সঠিক তথ্য

Advertisement
Advertisement

আগামী রবিবার অর্থাৎ ২১ জুন বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ। এটি আংশিক বা পূর্ণগ্রাস গ্রহণ নয়।  সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে হয়। এবারের সূর্যগ্রহণের সময় শুরু সকাল ৯ টা ৪৬ মিনিটে। শেষ হবে দুপুর ৩ টা ৩৪ মিনিট নাগাদ। আর বলয়গ্রাস শুরু হবে ১০ টা ৪৯ মিনিট থেকে দুপুর ২ টা ৩২ মিনিট পর্যন্ত। এই গ্রহণের চূড়ান্ত সময় দুপর ১২ টা ৪০ মিনিট নাগাদ।

Advertisement
Advertisement

এই গ্রহণের সময় চাঁদের ছায়া সূর্যের ওপর এমন ভাবে পড়ে তখন সূর্যের চারপাশে আলোর বলয় দেখা যায়। এই গ্রহণে চাঁদের ছায়া পুরোপুরিভাবে সূর্যকে গ্রাস করতে পারে না। এই সময় অমাবস্যার চাঁদ সূর্যকে মাঝখান দিয়ে ঢেকে ফেলে। এই গ্রহণ এশিয়ার বিভিন্ন দেশ, ভারত, কঙ্গো, পাকিস্তান, ইথিওপিয়াতে দেখা যাবে। ইউরোপ ও অস্ট্রেলিয়ার বেশ কিছু অংশ থেকেও এই গ্রহণ দেখা যাবে।

Advertisement

নাসা অবশ্য এই সূর্যগ্রহণ দেখার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে। সানগ্লাস বা ঘষা কাঁচ দিয়ে এই গ্রহণ দেখতে নিষেধ করা হয়েছে। বাজারে আইএসও স্বীকৃত সোলার গ্লাস দিয়ে একমাত্র এই গ্রহণ নিরাপদে দেখা যাবে। তবে এই সোলার গ্লাস ব্যবহারের আগে সমস্ত নির্দেশিকা পরে নেওয়ার কথা বলা হয়েছে। সেই গ্লাসে দাগ বা ভাঙা থাকলে সেটা দিয়ে গ্রহণ দেখতে বারণ করা হয়েছে। এছাড়া পেরিস্কোপ, দূরবীন বা টেলিস্কোপ দিয়েও সূর্যের দিকে তাকাতে নিষেধ করা হয়েছে। এইগুলি চোখের খুব ক্ষতি করবে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement

এই ২০২০ সালের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ ডিসেম্বর। ওই গ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। সেই সময় সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখায় চলে আসবে আর চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেবে। আর সেই ছায়া পড়বে পৃথিবীতে।

Advertisement

Related Articles

Back to top button