বলিউডবিনোদন

Sumona Chakravarti: কপিলের শো থেকে বাদ পড়ল সকলের প্রিয় মঞ্জু, মনের যন্ত্রনার কথা জানালেন সুমনা

Advertisement
Advertisement

শিশুশিল্পী সুমনা বয়স বাড়তে হয়ে যায় ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ কপিল শর্মার অনস্ক্রিন স্ত্রী এই শোয়ের প্রতিটি সিজনে মঞ্জু, সরলা বা ভুরি সেজে নিজের উপস্থাপনা দিয়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী সুমনা। ফের টেলিভিশনের পর্দাতে আসতে চলেছে কপিল শর্মাদ শো-এর নতুন সিজন। তবে এই নতুন সিজনে নাকি বাদ পড়ছেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী! এমনই জল্পনা শুরু হয়েছে বলিপাড়াতে।

Advertisement
Advertisement

বুধবার থ কপিল শর্মার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। কপিল শর্মা শোয়ের টিমের সঙ্গে ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার একটি ছবি পোস্ট করেন কপিল। সেই ছবিতে ক্রুষ্ণা, ভারতীদের দেখা পাওয়া গেলেও গায়েব ছিলেন কপিল শর্মার অনস্ক্রিন স্ত্রী। আর এই থেকে কানাঘুষো শোনা যাচ্ছে, সুমনা এই শো থেকে বাদ পড়েছে। তবে চ্যানেল কর্তৃপক্ষ থেকে সুমনার বাদ পড়ার কথা এখনো কিছু বলা হয়নি।

Advertisement

Advertisement
Advertisement

তবে এর মাঝেই কমেডিয়ান সুমনা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে মন খারাপের একটি পোস্ট করলেন। নিজের ইন্সটা স্টোরিতে চার্লোট ফ্রিম্যানের লেখা বই ‘এভরিথিং ইউ উইল এভার নো’-এর একটি অংশ শেয়ার করে নেন। যেখানে লেখক বলেছেন, ‘আপনার জন্য কী রয়েছে, সেটা সব সময় বোঝা যায় না। সে জন্য হয়তো আপনাকে উপযুক্ত সুযোগও দেওয়া হয় না। নতুন সম্পর্ক, চাকরি, শহর, অভিজ্ঞতা সেটা যাই হোক না কেন। সেখানে নিজেকে সমর্পণ করুন। আর পিছনে ফিরে তাকাবেন না। যদি সেটা কাজ না করে, তা হলে জানবেন সেটা আপনার জন্য ছিল না। আপনার কোনও অনুশোচনা থাকবে না….নতুন সুযোগ গ্রহণ করার সাহস রাখুন’।

কিছুদিন আগেই করোনার জন্য বলিউডে কাজের সমস্যায় ভোগবার কথা নিজের অনুরাগীদের জানিয়েছেন সুমনা, সামনে এনেছিলেন নিজের অসুস্থতার কথাও। ২০১১ সালে এন্ডোমেট্রিওসিস নামক জরায়ুর এক বিশেষ রোগ ধরা পড়ে সুমনার শরীরে। কাজের পাশাপাশি ভাল খাদ্যাভ্যাস, শরীরচর্চা, এবং নিজেকে চিন্তা মুক্ত রাখার মাধ্যমে এই রোগের সঙ্গে লড়াই করেছন তিনি। উল্লেখ্য,প্রথমে কমেডি শো ‘কাঁহানি কমেডি সার্কাস কি’ শোতে পারফর্ম করেন। এরপরই তিনি সুযোগ পেয়ে যান ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ কপিল শর্মার স্ত্রী হিসেবে পারফর্ম করেন। এছাড়া একতা কাপুরের প্রযোজনায় ‘বাড়ে আচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়াও ‘কস্তূরী’, ‘কসম সে’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন।

Advertisement

Related Articles

Back to top button