আন্তর্জাতিকদেশনিউজ

NRC নিয়ে এ কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী! জেনে নিন শীঘ্রই

Advertisement

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে সারা দেশে এন আর সি করা হবে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। আসাম এন আর সি ওপার বাংলার প্রশাসনকে চিন্তিত করে তুলেছিল। শুধু তাই নয়, সেপ্টেম্বর এর শেষ সপ্তাহে নিউ ইয়র্কে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়ছিলো। সেই বৈঠকেও নরেন্দ্র মোদীকে শেখ হাসিনা উদ্বেগের কথা জানিয়েছিল। প্রধানমন্ত্রী মোদী তাকে আশ্বস্ত করে বলেছিলেন, এতে উদ্বেগের কারণ নেই। ভারত ও বাংলাদেশের সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা সংবাদ মাধ্যমের কাছে জানান যে, এন আর সি নিয়ে কোনো সমস্যা নেই।এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমার আলোচনা হয়ছে। সবকিছু ঠিক আছে। ইতিমধ্যে ভারতীয় বানিজ্য সন্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাজধানী দিল্লিতে তিনি সন্মেলনে যোগ দেবেন। শনিবার প্রধানমন্ত্রী মোদী ও হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। তবে বলাবাহুল্য, আসাম এন আর সি ওপার বাংলার যে উদ্বেগ বাড়িয়েছিল , ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসে সেই উদ্বেগ আপাতত কেটে গিয়েছে হাসিনা সরকারের !

Related Articles

Back to top button