গোপনে ছেলের ‘জন্ম’ ঐশ্বর্যার, বাবার পরিচয় নিয়ে হইচই গোটা বলিউডে

খবরের শিরোনামে উঠে এসেছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। তবে ঐশ্বর্য কোনোদিনই বিতর্ককে পাত্তা দেন না। কেরিয়ারের গোড়া থেকেই তাঁর সঙ্গী বিতর্ক। বর্তমানে তিনি বচ্চন পরিবারের পুত্রবধূ। দীর্ঘদিন আগে ঐশ্বর্যর সাথে অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর বিয়ের কয়েক বছর পর জন্ম হয়েছিল তাঁদের একমাত্র কন্যাসন্তান আরাধ্যা (Aradhya)-র । আরাধ্যাও এই মুহূর্তে টিনএজের কোঠায়। কিন্তু এখনও অবধি ঐশ্বর্যর মাতৃত্ব নিয়ে রয়েছে প্রশ্ন।

করোনাকালের আগে 2018 সালে ঐশ্বর্যর মাতৃত্ব নিয়ে উঠে আসে প্রশ্ন। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সঙ্গীত কুমার (Sangeet Kumar) দাবি করেছিলেন, প্রাক্তন বিশ্বসুন্দরীর পুত্রসন্তান তিনি। উনত্রিশ বছর বয়সী সন্দীপ দাবি করেছিলেন, মাত্র পনের বছর বয়সে ঐশ্বর্য লন্ডনে আইভিএফ পদ্ধতির মাধ্যমে জন্ম দিয়েছিলেন সঙ্গীতের। এমনকি নিজের দাবির স্বপক্ষে প্রমাণ রাখতে সঙ্গীত তাঁর শৈশবের ছবিও মিডিয়ার সামনে পেশ করেন। প্রথমে ভারতের সবচেয়ে বিতর্কিত বিশ্বসুন্দরীর মাতৃত্ব নিয়ে হইচই শুরু হলেও পরবর্তী কালে জানা যায়, কোনোভাবেই সঙ্গীতের সাথে ঐশ্বর্যর যোগাযোগ নেই। তিনি সঙ্গীতের মা নন। এমনকি পনের বছর বয়সে ঐশ্বর্যর লন্ডন যাওয়ার কোনো প্রমাণ মেলেনি। সঙ্গীতের সাথে ঐশ্বর্যর চেহারাতেও কোনো মিল নেই।

পরে জানা গিয়েছে, সঙ্গীত মানসিক ভাবে অসুস্থ। শুধুমাত্র ঐশ্বর্য নন, এর আগে তিনি একাধিক সেলিব্রিটির সাথে তাঁর সম্পর্কের দাবি জানিয়েছেন। বর্তমানে ঐশ্বর্যর সাথে অভিষেকের সম্পর্ক দাঁড়িয়ে খাদের কিনারায়। কখনও শোনা যাচ্ছে, ঐশ্বর্য বচ্চন পরিবারের বাংলোর একটি অংশে নিজের মতো করে তাঁর মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন। কখনও বা শোনা যাচ্ছে, তাঁর মা বৃন্দা রাই (Brinda Rai)- এর কাছেই অধিকাংশ সময় থাকছেন ঐশ্বর্য।

ঐশ্বর্যর জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় অভিষেকের দায়সারা শুভেচ্ছাবার্তা ছাড়া তাঁর জন্মদিনের পার্টিতে বচ্চন পরিবারের কারও দেখা মেলেনি। দীপাবলীর পুজোর দিনেও আরাধ্যার সাথে শহর ছেড়ে চলে গিয়েছিলেন ঐশ্বর্য। অভিষেকের হাতেও দেখা যাচ্ছে না বিয়ের আংটি। ফলে বোঝাই যাচ্ছে অভিষেকের সাথে ঐশ্বর্যর দূরত্ব তৈরি হয়েছে।